• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

নেতাকর্মীদের বশে রাখতে পারছে না বিএনপি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত রাখতে পারছে না বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে নেতাদের কেউ কেউ বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাদের সমর্থনে কাজ করছেন তৃণমূল কর্মীরাও। এসব নেতাকর্মীকে শাস্তির ভয় দেখিয়েও বাগে আনতে পারছে না বিএনপির হাইকমান্ড।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো উপায়ে দলীয় নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাদের কোনোভাবেই বশে রাখা যাচ্ছে না।

এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আজীবন বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া ২৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন রাজশাহীর ২০ এবং বরিশালের ১০ জন নেতাকর্মী। নির্বাচন থেকে বিরত থাকতে চিঠি দেওয়া হয়েছে সিলেটের ৩২ নেতাকে। তালিকা তৈরি হয়েছে খুলনার বিএনপি নেতাদেরও।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৩০টি ওয়ার্ডের মধ্যে ২০টিতেই বিএনপি নেতারা ভোটযুদ্ধে নেমেছেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনেও আগ্রহ দেখাচ্ছেন বিএনপি নেতারা। নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের তালিকা করছে বিএনপি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ নিয়েও বহিষ্কারের ঝুঁকিতে আছেন পদধারী ১০ বিএনপি নেতা।

এর আগে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া ২৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নির্বাচন থেকে বিরত থাকতে চিঠি দেওয়া হয়েছে সিলেটের ৩২ নেতাকে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিরল প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী বলেন, একদিকে ভোটাররা মানছেন না। অন্যদিকে দল সতর্কতা দিয়েছে। এ নিয়ে প্রচণ্ড চাপে আছি।

আরেক প্রার্থী সালেহা কবির শেপী বলেন, সব গোছানোর পর দলের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। আগে একবার নির্বাচন  হাতছাড়া হয়েছে। এবার প্রার্থী না হলে ভোটারদের সামনে মুখই দেখাতে পারব না।