প্রধানমন্ত্রী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন
আলোকিত ভোলা
প্রকাশিত: ২৩ মে ২০২৩

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আসন্ন বিভিন্ন পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষুমভাবে সম্পন্ন করতে হবে। এ সময় সব নির্বাচনি আচরণবিধি মেনে চলা আবশ্যক। কেউ যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন, যথাযথ কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে এ ধরনের বেআইনি তত্পরতা কঠোর হাতে মোকাবিলা করবেন বলে জনগণের প্রত্যাশা।
সোমবার দুপুরে ভাণ্ডারিয়ায় জেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ভোটদান মানুষের সাংবিধানিক অধিকার। ভোটদানে বাধা দান, নির্বাচনি বিধি লঙ্ঘন করে অর্থ ব্যয়সহ যে কোনো ধরনের বেআইনি তত্পরতা মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে র্যাব, বিজিবি, পুলিশসহ প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালনে দৃঢ়তা দেখানো প্রয়োজন। পাশাপাশি নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সব প্রার্থী এবং এলাকার মুরব্বিদের অবশ্যই পালনীয় দায়িত্ব। তিনি আরো বলেন, ‘আগামী মাসগুলো পৃথিবীর জন্য অস্থিরতা ও অনিশ্চয়তাবহুল হতে পারে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। আমাদেরও সচেতনতা ও সংযমের সঙ্গে সংযত আচরণ করা বাঞ্ছনীয়।’
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘গত ৩৮ বছর ধরে আমরা ভাণ্ডারিয়াসহ এ এলাকায় মানুষের প্রত্যাশিত উন্নয়নকাজ করেছি। এ সময় আমি রাজনীতির কথা বলি নাই। মানুষের মধ্যে ঐক্য, শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট ছিলাম। উন্নয়নবান্ধব পরিবেশ যাতে নির্বাচনকালে বিনষ্ট না হয়, সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটদান যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে খেয়াল রাখা সমীচীন। আমাদের স্থানীয় নেতৃত্বকে দায়িত্বশীল হতে হবে। যারা মাঝেমধ্যে দায়িত্বজ্ঞানহীন কথা বলেন, টাকার অহংকারে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করেন, তাদের এখনই সাবধান হওয়া উচিত। নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের নির্বাচনি সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে। যারা এ সীমা লঙ্ঘন করেন, তাদের মনে রাখতে হবে রাষ্ট্রীয় নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জন করেই কথা বলতে হয়। যে কোনো মূল্যে ভাণ্ডারিয়াসহ এ এলাকায় শান্তি বজায় রাখা উচিত। নির্বাচন নিয়ে উসকানিমূলক ও উত্তেজক আলোচনা প্রত্যাশিত নয়।’
আনোয়ার হোসেন মঞ্জু এমপির নিজ বাসভবন তাসমিমা ভিলায় এ মতবিনিময় সভায় ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার সভাপতিত্ব করেন। এখানে আরো বক্তব্য রাখেন উপজেলা জেপির নির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সহসভাপতি ও নদুমুলা শিয়ালকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহসভাপতি এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, দপ্তর সম্পাদক প্রভাষক গিয়াস উদ্দিন বাবুল, মিজানুর রহমান সেন্টু মোল্লা, মো. কবির হাওলাদার, মো. ফিরোজ আলম, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, মো. জামাল উদ্দিন লিটন হাওলাদার, মো. রেজা আহম্মেদ দুলাল, মো. নাসীর উদ্দিন দুলাল সরদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম, পৌর কাউন্সিলর মো. কাদের হাওলাদার, মো. হারুন অর রশিদ মুন্সি, মো. সিদ্দিকুর রহমান মুন্সি, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, পৌর যুব সংহতির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম ও পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মাহাবুব শরীফ শুভ।
সভায় আসন্ন ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি-জেপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমকে ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেপির দলীয় প্রার্থী এবং তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসাবে গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দারের নাম ঘোষণা করা হয়।
স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন :জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী স্মার্ট ভূমি সেবার উদ্বোধন করেন। এখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি সেবাব্যবস্থায় অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় মানুষ অনেক উপকৃত হয়েছে। ১৫/২০ বছর আগে ভূমি সেবা কাগজপত্রের মধ্যেই সীমিত ছিল। মিউটেশন, জমির খাজনা দেওয়া, দাখিলা ইত্যাদি প্রক্রিয়ায় সাধারণ মানুষ অনেক ভোগান্তি পোহাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রচলন করায় মানুষের ভূমি সেবাপ্রাপ্তি অনেক সহজতর হয়েছে। ডিজিটাল থেকে এখন স্মার্ট সেবা চালু হয়েছে, এজন্য ভূমি মন্ত্রণালয়কে তিনি ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রাণী ধরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—জেপির প্রেসিডিয়াম সদস্য এবং ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান, উপজেলা জেপির সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার এবং সব ইউনিয়নের তহশিলদার এবং সেবাগ্রহীতারা।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া পৌর শহরের জেপি নেতা মরহুম মোশাররফ হোসেন সরদার এবং উপজেলা ছাত্রসমাজের সাবেক নেতা আফজাল সরদারের বাবা মরহুম চান্দে আলী মাস্টারের কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় দোয়া-মোনাজাতে অন্যান্যের মধ্যে জেপির প্রেসিডিয়াম সদস্য মাহিবুল হোসেন মাহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান, উপজেলা জেপির সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মরহুম মোশাররফ হোসেন সরদারের বড় ভাই পেট্রোবাংলার সাবেক কর্মকর্তা মো. আকতার সরদার, মরহুম চান্দে আলী মাস্টারের বড় ছেলে মো. আফজাল সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ শরিক হন।
- বাড়ছে ফোন উৎপাদনে ভ্যাট, প্রভাব পড়বে দামে
- ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
- লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড
- সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী
- পরকীয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন সৃজিত
- জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবময় পদচারণা
- সিগারেটের ধোঁয়ায় ৭ হাজার ৩৬৫ রকমের রাসায়নিক
- শিগগিরই জনশক্তি সংক্রান্ত কমিটির সভা করতে চায় বাংলাদেশ-ওমান
- সাফজয়ী কোচ-ফুটবলারের অবসরে উৎকণ্ঠা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- বৃদ্ধাকে পাথর দিয়ে মেরে তার মাংস খেলেন জলাতঙ্কে আক্রান্ত যুবক!
- জাতীয় টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে বিপিএসডব্লিউসি প্রতিষ্ঠা
- মানুষ এখন অভুক্ত থাকে না: মুক্তিযুদ্ধমন্ত্রী
- মুদ্রাস্ফীতি রুখতে টাকার সরবরাহ কমাবে সরকার
- যমুনার ওপর রেলওয়ে সেতুর ৬২ শতাংশ কাজ সম্পন্ন
- বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ চীনা ভাইস মিনিস্টার
- শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস
- খুলবে যোগাযোগের নতুন দুয়ার
- বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
- ডাকাত গ্রেফতারের ক্ষোভে গ্রামপুলিশকে হত্যা
- রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি
- ফের উত্তপ্ত মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪০
- জলবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের অবদানে জোর জাতিসংঘের
- বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ
- ভুয়া আইডি খুলে ১৮ লাখ টাকা হাতিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
- ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী: প্রণয় ভার্মা
- ১৫ বছরে অ্যাভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ: প্রতিমন্ত্রী
- আ’লীগ নেতাকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আরও এক বছর প্রতিরক্ষার সিনিয়র সচিব থাকছেন হাসিবুল আলম
- ভিন্ন কৌশলে প্রতারণা, গ্রেফতার ৩
- আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১২৫ বিমানসেনা
- বেশিক্ষণ টিভির সামনে বসে থাকলে বাড়ে হৃদরোগ ও মৃত্যুঝুঁকি: গবেষণা
- ভোলার ভাঙ্গন রোধে ১১ শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
- ছিনতাইয়ের সময় র্যাবের হাতে আটক পুলিশ সদস্য
- ঈদ শেষে আবার তিন দিনের টানা ছুটি
- মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার
- ৭০০ কোটি ছাড়ালো পদ্মা সেতুর টোল আদায়
- “মোখা”মোকাবেলায় প্রস্তুত ভোলা ৩ স্তরের প্রস্তুতি
- হিট স্ট্রোকের লক্ষণ কী কী?
- হঠাৎই মাথা ঘুরে ওঠে কেন?
- প্রায়ই পেটে ব্যথায় ভুগছেন, কোলন ক্যানসারের লক্ষণ নয় তো?
- স্মার্ট ভোলা জেলা ইনোভেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভোলার ইলিশাঘাট পরিদর্শণে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান
- ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা
- বাংলাদেশের সিরিজের মধ্য দিয়ে চেমসফোর্ডের নতুন ইতিহাস
- ভোলায় ইলিশা-১ নামের আরেকটি নতুন কূপে গ্যাসের সন্ধান
- জাহাজ না পেয়ে ফ্লাইটে জেদ্দায় নেওয়া হচ্ছে বাংলাদেশিদের
- মোখায় স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ মে
- বিএনপি-জামায়াত হল আত্মঘাতী দল- এমপি জ্যাকব
- ভোলার ইলিশা লঞ্চ ঘাটে ১৫ শ পিস ইয়াবাসহ আটক ১
- রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারির আরও এক চালান মোংলায়