• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লাহ যাদের অনুসরণ করতে নিষেধ করেছেন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

প্রতিবাদ না করে বিনা দ্বিধায় কারো নির্দেশ মেনে নেওয়ার নাম আনুগত্য। কিন্তু এ আনুগত্য দুই ধরনের। একটি নিষিদ্ধ আনুগত্য আরেকটি ফরজ ও ওয়াজিব আনুগত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এমন কিছু ব্যক্তির কথা তুলে ধরেছেন, যাদের আনুগত্য ও অনুসরণ করা যাবে না। তারা কারা?

আল্লাহ তাআলা এসব লোকের বিবরণ এভাবে শুরু করেছেন- ‘আর অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে; যে লাঞ্ছিত; পেছনে নিন্দাকারী; যে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়।’ (সুরা ক্বলম : আয়াত ১০-১১)

কোরআনুল কারিমে যাদের অনুসরণ করা যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতসহ তা তুলে ধরা হলো-

১. وَ لَا تُطِعۡ کُلَّ حَلَّافٍ مَّهِیۡنٍ

‘আর তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।’ (সুরা ক্বলম : আয়াত ১০)

২. هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِیۡمٍ

‘পেছনে নিন্দাকারী, যে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়।’ (সুরা ক্বলম : আয়াত ১১)

কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে যারা ‘পেছনে নিন্দাকারী’ যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় তাদের নিন্দা করা হয়েছে। তাদের সম্পর্কে কঠিন সাবধানবাণী শোনানো হয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কাত্তাত (যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় সে) জান্নাতে প্রবেশ করবে না।’ (বুখারি ৬০৫৬)

৩. مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ اَثِیۡمٍ

‘যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ।’ (সুরা ক্বলম : আয়াত ১২)

৪. عُتُلٍّۭ بَعۡدَ ذٰلِکَ زَنِیۡمٍ

‘কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত (গোত্রহীন জারজ)।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের স্বভাব-চরিত্র সম্পর্কে জনাবো না? প্রতিটি দুর্বল, যাকে লোকেরা দুর্বল করে রাখে বা দুর্বল হিসেবে চলে নিজের শক্তিমত্তার অহংকারে মত্ত হয় না, সে যদি কোনো ব্যাপারে আল্লাহর কাছে শপথ করে বসে আল্লাহ সেটা পূর্ণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের চরিত্র সম্পর্কে জানাবো না? প্রতিটি রূঢ় স্বভাববিশিষ্ট মানুষ, প্রচণ্ড কৃপণ, অহংকারী।’ (বুখারি ৪৯১৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এসব চরিত্রের মানুষ থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। এমন স্বভাব-চরিত্র কারো মাঝে থাকলে তা থেকে বিরত হওয়ার তাওফিক দান করুন। আমিন।