• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১১ মের পর গুগল প্লে স্টোর থেকে হারিয়ে যাবে যেসব অ্যাপস!

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২  

গুগল আর গুগল প্লে নামটির সঙ্গে অপরিচিত এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। জনপ্রিয় ও ব্যবসা সফল এই সাইটটির ওপরই বর্তমানে নির্ভর করছে প্রায় অন্যসব নেটভিত্তিক সাইটগুলো। আর এই সুবিধাটিই কাজে লাগিয়ে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি।

গোটা বিশ্বে সব থেকে বেশি ভিসিট করা ওয়েবসাইটটির নাম হলো গুগল। জনপ্রিয় এই সাইটটি এখন আর শুধু সার্চ ইঞ্জিন হিসেবে নয়, ব্যবহৃত হচ্ছে মাল্টি টাস্কার হিসেবে। এই সংস্থাটিরই জনপ্রিয় একটি সাইট হলো গুগল প্লে, যা অনলাইনে চালু করা হয়েছিল ২০১৫ সালের ১১ মার্চ।

গুগল প্লে একটি ডিজিটাল মিডিয়া স্টোর হিসেবে কাজ করে। যা সংগীত, বই, চলচ্চিত্র, দেশ বিদেশের ড্রামা, টেলিভিশন অনুষ্ঠান সরবরাহ করে। এই প্লাটফর্মটি থেকেই প্রয়োজনীয় সব অ্যাপ ডাউনলোড করে থাকে ইউজাররা।

কিন্তু প্রয়োজনীয় এসব অ্যাপের মধ্যে কিছু অ্যাপকে আর দেখা যাবে না গুগুল প্লে স্টোরে। কারণ গুগল ডেভেলপার প্রোগ্রাম পলিসির নতুন আপডেটে কল রেকর্ডিং ফিচারটি আর রাখা হচ্ছে না।

এ বিষয়ে  গুগল জানিয়ে, কল রেকর্ড করা যায় এমন সব অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি। আগামী ১১ মে থেকে সব অ্যাপ সরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে সংস্থার মুখপাত্র জানান, থার্ড পার্টি অ্যাপের রমরমা ব্যবসা বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে।

এই নতুন নিয়মে তাই বিভিন্ন অ্যাপসের সঙ্গে আটকা পড়েছে জনপ্রিয় ট্রু কলার অ্যাপসটিও। এই অ্যাপসটির মাধ্যমে ফোন রিসিভ করার আগেই জেনে নেওয়া যায় কোন অচেনা নম্বর থেকে কলটি আসছে। পাশাপাশি পাওয়া যেত কল রেকর্ডের সুবিধা। বিনা পয়সায় সুবিধা পাওয়ার কারণে ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় এই অ্যাপসটি।

তবে এই সব প্রক্রিয়ার জন্য গুগলের অনুমতি প্রয়োজন হয়। গুগল আর কল রেকর্ডিং সংশ্লিষ্ট কোনও সেবা এসব অ্য়াপকে দিতে চাচ্ছে না। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে ট্রুকলারে বন্ধ হবে বিশেষ এই ফিচারটি।

তবে যাদের মোবাইলে ইন বিল্ট কল রেকর্ডিং অপশনটি রয়েছে তাদের এই সেবা পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। কিন্তু ট্রুকলার অন করে এই সুবিধা আর পাবে না ইউজাররা।