• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা

স্বল্প র‍্যামের ফোন বন্ধ করে দিতে পারে গুগল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২  

বর্তমান বাজারে এমন প্রচুর স্মার্টফোন বেরিয়েছে যাদের র‍্যাম শুরুই হয় ৪ জিবি কিংবা ৬ জিবি থেকে। ক্যাপাসিটি যেমন বেড়েছে তেমনই র‍্যামের প্রয়োজনীয়তাও বাড়ানো হয়েছে। সম্প্রতি গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, নতুন অ্যানড্রয়েড ১৩ ভার্সন পরিচালনা করার জন্য ফোনে অন্তত ২ জিবি র‍্যাম থাকা দরকার।

এই মুহূর্তে যে সব স্মার্টফোন রয়েছে তাতে অ্যানড্রয়েড চালানোর জন্য ন্যূনতম ২ জিবি র‍্যাম আছে কি-না তা নিশ্চিত করার জন্য গুগল মোবাইল সার্ভিস তাদের পরিষেবায় নতুন সংশোধন এনেছে। এখানে বলা হয়েছে, অ্যানড্রয়েড গো সফটওয়্যার চালানোর জন্য ১ জিবি র‍্যাম যথেষ্ট নয়। আজকাল বেশিরভাগ বাজেট ফোনই ২ জিবি র‍্যামের সঙ্গে আসে।

গুগল জানিয়েছে, র‍্যাম ছাড়াও অ্যানড্রয়েড পরিষেবা ভালো মতো পেতে অন্তত ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজের প্রয়োজন। এখনও অনেক ফোন রয়েছে যেখানে কেবল ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ দেওয়া হয়ে থাকে। এমন অবস্থায় গুগল খুব শিগগিরই এই ধরণের স্মার্টফোন নিষ্ক্রিয় করে দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

তাহলে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনগুলোর কী হবে? গুগল জানিয়েছে, এই বছর গো অ্যানড্রয়েড ভার্সনও প্রসারিত করতে চলেছে গুগল। ফোনে একাধিক নতুন সফটওয়্যার পাবেন ব্যবহারকারীরা। তবে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ যুক্ত ডিভাইজগুলো নতুন অ্যানড্রয়েড ১৩ ভার্সনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। তাই নতুন ভার্সনের আপডেটও পাবে না।

বর্তমান স্মার্টফোন বাজারে যদি চোখ ফেরানো যায় তাহলে দেখা যাবে বেশিরভাগ স্মার্টফোনেই এখন ৪ জিবি র‍্যাম নূন্যতম করে দেওয়া হয়েছে। পাশাপাশি রিড মেমোরির ক্যাপাসিটিও বাড়িয়েছে সংস্থাগুলো। প্রযুক্তিগত দিক থেকে স্মার্টফোনে ভারী সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য যা খুবই জরুরি। আশা করা হচ্ছে, গুগল খুব দ্রুত এই বিষয়ে একটি বিবৃতি জারি করতে পারে।