• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি

সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

সোলার ফ্লেয়ার বা সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল একটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি প্রকাশ করেছে। ছবিটির ক্যাপশনে নাসা সূর্যকে আখ্যা দিয়েছে ‘হলুদ বামন’ বা ‘ইয়েলো ডোয়ার্ফ’ হিসেবে।

সূর্যের ছবির ওই ক্যাপশনে নাসা হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, ‘যে তারা রয়েছে বলেই এসব সম্ভব হয়েছে। সেই সূর্য থেকে ১৫ লাখ কোটি কিলোমিটার ‍দূরের পৃথিবী নতুন কক্ষপথে প্রবেশ করেছে। সেই পৃথিবী থেকে হ্যাপি নিউ ইয়ার।’

ক্যাপশনে নাসা আরও লিখেছে, ‘মহাজাগতিকভাবে মধ্যবয়সী এবং একটি হলুদ বামন শ্রেণির সূর্যের গতিশীল এবং সদা পরিবর্তনশীল প্রকৃতি ক্রমাগত সৌরজগতে শক্তি প্রেরণ করে।

নাসা আরও লিখেছে, ‘একঝাঁক মহাকাশ যান সবসময়ই সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে, যা পদার্থবিজ্ঞানের সূর্য সংক্রান্ত শাখা হেলিওফিজিক্সের নতুন নতুন জ্ঞান যুক্ত করে চলেছে। এমন একটি পর্যবেক্ষক মহাকাশযান সোলার ডাইনামিক অবজারভেটরি (এসডিও) থেকেই এই ছবিটি তোলা হয়েছে।’

এর আগে, হাবল টেলিস্কোপ পৃথিবী থেকে ২১ কোটি আলোকবর্ষ দূরের একটি সর্পিল ছায়াপথের ছবি তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম স্পেস ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবী থেকে ২১ দশমিক ৪ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সর্পিলাকার ওই ছায়াপথটির নাম এনজিসি ৬৯৬৫।

বিজ্ঞানীরা এই সর্পিল ছায়াপথকে ‘বারড গ্যালাক্সির’ নিখুঁত উদাহরণ বলে উল্লেখে করেছেন। বারড গ্যালাক্সি হলো এমন এক ধরনের সর্পিল ছায়পথ, যার কেন্দ্র একটি দণ্ডের মতো আকার ধারণ করে। মহাবিশ্বের ৭০ শতাংশ ছায়াপথে এবার বা দণ্ডের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কেন্দ্রের দণ্ডাকৃতির গঠনের কারণেই এ ধরনের ছায়াপথের নামকরণ করা হয় ‘বারড গ্যালাক্সি’। এসব ছায়াপথের কেন্দ্রস্থল সাধারণত বেশ সক্রিয় হয়ে থাকে।