• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

খসে পড়ছে আড়াই হাজার কিলোর স্যাটেলাইট, বয়স হয়েছিল ৩৮ বছর

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

৩৮ বছরের দীর্ঘ জীবন শেষ। অবশেষে পৃথিবীর বায়ুমণ্ডলে মিলিয়ে যেতে চলেছে নাসার এক কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহটির মোট ওজন প্রায় ২ হাজার ৪৫০ কিলোগ্রাম। রোববার রাতে এটি পৃথিবীর দিকে নেমে আসবে।

কৃত্রিম উপগ্রহটি ‘আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট’ বা ERBS নামে পরিচিত। বিজ্ঞান গবেষণা, পর্যবেক্ষণে এই উপগ্রহটি ব্যবহার করা হতো। পৃথিবী কীভাবে সূর্য থেকে শক্তি  শোষণ করে এবং বিকিরণ করে তার পর্যবেক্ষণও করা হতো।

নাসা জানিয়েছে, এর বেশিরভাগটাই  বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময়েই পুড়ে যাবে। সামান্য কিছু টুকরো পড়ে থাকতে পারে। তাই এটি নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। 

১৯৮৪ সালে স্পেস  শাটল চ্যালেঞ্জারের মাধ্যমে এটি মহাকাশে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ঠিক ছিল যে এটি মাত্র ২ বছর কাজ করবে। কিন্তু ২০০৫ সাল পর্যন্ত এটি ব্যবহার  করতে সক্ষম হন বিজ্ঞানীরা। এর মাধ্যমে ওজোন এবং অন্য বায়ুমণ্ডলীয় বিষয়গুলোর  পরিমাপ করা হতো।

২০০৫ সালে কাজ থেকে অবসর নেয় আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট। তখন থেকে মহাশূন্যে আগের মতোই ভেসে বেড়াচ্ছিল এটি।

স্যাটেলাইটটি চ্যালেঞ্জার মহাকাশযানের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছিল। সেটিও  এক ঐতিহাসিক বিষয়। মার্কিন মুলুকের প্রথম নারী মহাকাশচারী স্যালি রাইড এই  স্পেস শাটলের রোবটিক আর্ম ব্যবহার করে নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটটি স্থাপন করেন।

এই একই মিশনে কোনো মার্কিন মহিলা নভোচারী প্রথম স্পেসওয়াক  করেন। তার নাম ক্যাথরিন সুলিভান। সেই প্রথমবারেই দুই নারী মহাকাশচারী একসঙ্গে মহাকাশে পাড়ি দেন।