• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছয় ঘণ্টায় ৪০ হাজার জৈব অস্ত্রের ফর্মুলা কৃত্রিম বুদ্ধিমত্তার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

কৃত্রিম বুদ্ধিমত্তা মাত্র ৬ ঘণ্টার মধ্যে ৪০ হাজার জৈব অস্ত্রের ফর্মুলা তৈরিতে সক্ষম। বিজ্ঞানীরা সাধারণত মানুষের শরীর এবং শরীরে বাইরে নানা ধরনের ক্ষতিকর জৈব উপাদান শনাক্ত করতে এটি ব্যবহার করেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির বিষয়টি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। খবর দ্য ভার্জের।

ন্যাচার মেশিন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা হাজার হাজার নতুন প্রাণঘাতী রাসায়নিক পদার্থ নিয়ে এসেছে, যার মধ্যে কিছু কিছু রাসায়নিক ভাইরাস-এক্সের মতো শক্তিশালী, যা এখন পর্যন্ত বিকশিত সবচেয়ে শক্তিশালী নার্ভ এজেন্ট।

নতুন গবেষণা থেকে দেখা গেছে যে, কত সহজে কৃত্রিম মডেলগুলোকে নোংরা উদ্দেশ্যে প্রশিক্ষিত করা যেতে পারে। একইসঙ্গে বিভিন্নি সম্ভাব্য জৈব অস্ত্র তৈরির নমুনাও তৈরি করেতে পারে। সম্ভাব্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ওপর পরীক্ষা চালিয়েছে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে, মাত্র ছয় ঘণ্টায় ৪০ হাজার জৈব রাসায়নিক অস্ত্রের ফর্মুলা তৈরি করতে পারে সেটি।

অন্য কথায় বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন অনেক শক্তিশালী, অনেক দ্রুততর হয়ে উঠবে এবং আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ওষুধের রাসায়নিক উপাদানগুলো খুঁজে বের করার বিষয়টি সামনে আসবে তখন অবধারিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যে খুব বিপজ্জনক ও মারাত্মক ক্ষতিকর পদার্থ ব্যবহার করবে না, তার নিশ্চয়তা দেয়া যায় না।

গবেষকরা নিবন্ধে লিখেছেন, ‘মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আমরা কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসছি কয়েক দশক ধরে। মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে নয়।’

কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহার সম্পর্কে তারা আরও লিখেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক ব্যবহারে সম্ভাব্য অপব্যবহার সম্পর্কে চিন্তা করার ক্ষেত্রে এত দিন অজ্ঞাত ছিলাম। কারণে আমরা এত দিন মোটাদাগে কেবল এর সংশ্লিষ্ট খাতের নেতিবাচক ব্যবহার নিয়ে কাজ করেছি। সামগ্রিক বিষয়টি নিয়ে আমাদের কাজ করা হয়নি।’

গবেষক দলটি একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ‘মেগাসিন’ নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের ওপর ট্রায়াল চালায়। সেখানে এটিকে বিষাক্ত অণু শনাক্ত করে সেগুলোকে এড়িয়ে চলতে বলা হয়েছিল। কিন্তু মেগাসিন করেছে তার বিপরীত।