• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যাবে গুগল বার্ড, ব্যবহার করবেন যেভাবে

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এআই চালিত চ্যাটবট ‘বার্ড’ চালু করেছে গুগল। তবে বর্তমানে শুধু ১৮ বছরের বেশি বয়সের ব্যবহারকারীরা চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটির মতোই ‘বার্ড’ চ্যাটবট হিসেবে যেকোনো বিষয়ের উপর সর্বাধুনিক তথ্য দিয়ে থাকে। ‘গুগল ইট’ নামের বাটনের দ্বারা চ্যাটবটটিতে এ সার্চ করা হয়। এছাড়াও ‘বার্ড’ এ তথ্যর প্রদানের সঙ্গে সঙ্গে উক্ত তথ্যের উৎসও দেখানো হয়।

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে সম্প্রতি জনসাধারণের জন্য পরীক্ষামূলক গুগল বার্ড এআই চ্যাটবট লঞ্চ করা হয়েছে। তবে খোদ গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত প্ল্যাটফর্মটির নানা সীমাবদ্ধতা রয়েছে। এমনকি এ চ্যাটবটের ভুল ও পক্ষপাতদুষ্ট তথ্যও প্রদানেরও সম্ভবনা রয়েছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে আরো উন্নত করার কথাও রয়েছে গুগলের নতুন এই বার্ডের।

রয়টার্সের বরাতে জানা যায়, কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল তার সার্চ ইঞ্জিনেও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে। বার্ডকে আরও উন্নত করা হচ্ছে। এতে থাকা সুবিধাগুলো চ্যাটজিপিটির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে।

পিচাই আরো বলেন, নতুন এ সেবাটি নেটদুনিয়া থেকে নিত্যনতুন সব তথ্য সংগ্রহ করতে পারবে। যেখানে চ্যাটজিপিটির জ্ঞান ২০২১ সাল পর্যন্ত সীমাবদ্ধ। তাই চ্যাটজিপিটি থেকে গুগল বার্ডই এগিয়ে থাকবে বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিভাগে এরই মধ্যে একটি মডেল বানিয়েছে গুগল। নাম ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (LaMDA)। এই মডেলের অধীন লঞ্চ করা হয়েছে গুগল বার্ড চ্যাটবট। গুগল বার্ড ইউজারের যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজার যদি কোনো প্রশ্নের আলাদা আলাদা উত্তর চায়, তা-ও করে দিতে পারবে গুগল বার্ড। এআই চ্যাটবট গল্প থেকে শুরু করে কম্পিউটার কোড, ইমেইল থেকে শুরু করে এসাইনমেন্ট; বহু জটিল সব কাজ মুহূর্তেই করে দিয়ে পারে।

গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের নেতৃত্বে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। এমনকি এক সপ্তাহের মাঝেই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়। চ্যাটজিপিটির অপার সম্ভবনা আঁচ করতে পেরে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এতে বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি কিছুদিন পূর্বে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন 'বিং' এ চ্যাটবট সুবিধা চালু করেছে। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টেও চ্যাটবট সুবিধা যুক্তের পরিকল্পনা করা হয়েছে।

সেক্ষেত্রে এআইয়ের প্রতিযোগিতায় গুগল যেন মাইক্রোসফটের তুলনায় একটু পিছিয়েই পড়েছে। কেননা চ্যাটবট 'বার্ড' চ্যাটজিপিটির তুলনায় কয়েক মাস পর মুক্তি পাওয়ায় সাথে সাথে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর ব্যবহারকারীরা সেটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে পুরো বিশ্বব্যাপী চ্যাটবটটি চালু করতে আরো সময় লাগবে।

আপনি এখনই ব্যবহার করতে পারবেন?

পরীক্ষামূলক এ অ্যাপের ব্যবহার আপাতত ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও যেকোনো দেশের মানুষই এ অ্যাপটি ব্যবহার করতে গুগল বার্ডের ‘ওয়েটলিস্টে’ জয়েন করতে পারেন। এর জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করুন গুগল বার্ড অথবা bard.google.com ওয়েবসাইটটি।

ওয়েবসাইট ওপেন হলে ‘জয়েন ওয়েটলিস্ট’ নামে একটি অপশনটিতে ট্যাপ করুন। এবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে তা লগ ইন করুন। তারপর ‘ইয়েস আই অ্যাম ইন’ বাটন সিলেক্ট করুন।

এই অপশনটি সিলেক্ট করার পরই গুগল বার্ডের তরফ থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে আপনার মেইলটি অ্যাকসেপ্ট করা হয়েছে। তবে বর্তমানে গুগল বার্ড পরীক্ষার জন্য রোল আউট থাকায় আপনার গুগল বার্ডের সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে।