• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

নেটওয়ার্ক সিস্টেমে দুর্বলতা পেয়েছে সার্ট, সতর্ক থাকার আহ্বান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩  

দেশে পরিচালিত বিভিন্ন নেটওয়ার্ক সিস্টেমে সাইবার নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা খুঁজে পেয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। সাইবার হামলা এড়াতে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেয়ার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিডি ই-গভ।

এতে বলা হয়, বাংলাদেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ থ্রেট ইনটেলিজেন্স সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে সার্ট। এরই ধারাবাহিকতায় সার্ট সম্প্রতি তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছে।

সার্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান বলেন,
এ ধরনের ঝুঁকিপূর্ণ দুর্বলতা ডিজিটাল অবকাঠামো থেকে দূর করার মাধ্যমে সম্ভাব্য সাইবার আক্রমণ প্রতিহত করা যেতে পারে।

সাইবার নিরাপত্তায় যেসব পদক্ষেপ নেয়া যেতে পারে:

১) ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা।
 
২) ঝুঁকিপূর্ণ হুমকি চিহ্নিত করতে সক্রিয় উদ্যোগ নেয়া।
 
৩) সম্ভাব্য দুর্বলতা চিহ্নিতকরণে অগ্রাধিকার দেয়া।
 
৪) সচেতনতা বাড়ানোর জন্য সব ব্যবহারকারীর সাইবার নিরাপত্তা প্রশিক্ষণকে অগ্রাধিকার দেয়া।

৫) সন্দেহজনক গতিবিধি উদ্ঘাটনের জন্য বিগত ৬ (ছয়) মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন্স লগ পর্যবেক্ষণ করা।
 
৭) সকল সিস্টেমে নিয়মিত দুর্বলতা মূল্যায়ন এবং অনুপ্রবেশ পরীক্ষা (ভিএপিটি) পরিচালনা করা।
 
৮) ডিজিটাল অবকাঠামোতে সন্দেহজনক কার্যকলাপ বা দুর্বলতা পরিলক্ষিত হলে [email protected] ই-মেইলের মাধ্যমে সার্টকে অবহিত করা।