• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মুশফিককে খেলতে না দেওয়ায় নিজ দলের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ানরা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১  

নিজেদের দল খারাপ খেললে যে শুধু বাংলাদেশের মিডিয়ায় সমালোচনা হয় ব্যাপারটা এমন নয়। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মিডিয়া তো এসব ক্ষেত্রে এককাঠি এগিয়ে। বাংলাদেশের কাছে টানা দুই টি-২০ হারের পর অজি ক্রিকেট দল নিজ দেশের মিডিয়ায় রীতিমতো তুলোধুনো হচ্ছে। যেখানে অন্যতম উপকরণ, মুশফিককে খেলতে তাদের বাধা দেওয়া।

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সকে ছাড়া বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলিয়া দল যে এভাবে ভেঙে পড়বে তা মানতেই পারছে না অস্ট্রেলিয়ানরা। পূর্ণ শক্তির বোলিং অ্যাটাক নিয়ে এসেও সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি তারা।

ফলে অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, গত ৩০ বছরের মধ্যে এই প্রথম ছেলেদের জাতীয় দলের কোনো সিরিজ ব্ল্যাকআউট (অস্ট্রেলিয়ায় সম্প্রচার করা হচ্ছে না) হয়েছে। সেটি আসলে সফরকারী দলের বিপক্ষে পরাজয়ের লজ্জা দেখা থেকে বাঁচিয়ে দিচ্ছে। কারণ তাদের খেলা এতটাই বিরক্তিকর যে ঘরে বসে কেউ দেখতে চাইবে না।

এছাড়া মুশফিকুর রহিমকে এই সিরিজে খেলাতে আপত্তি জানিয়েছিল অস্ট্রেলিয়া দল। যে কারণে সময় থাকলেও জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারেননি তিনি। তার জায়গায় দারুণ করছেন নুরুল হাসান সোহান। সিডনি মর্নিং হেরাল্ড তুলে এনেছে এই বিষয়ও।

পত্রিকাটি লিখেছে, সোহান উইকেটকিপিং করছে। ওই পজিশনে বাংলাদেশের প্রথম পছন্দ ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তাকে জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া। মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হওয়ায় এই কাণ্ড। অস্ট্রেলিয়ার বিকল্প খেলোয়াড়েরা যেখানে ব্যর্থ, সেখানে বাংলাদেশের বিকল্প খেলোয়াড়েরা সামনে থেকে লড়েছেন।