• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে

অতঃপর ছয়ে বাংলাদেশ, পাঁচে ওঠার হাতছানি

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ম্যাচ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ইতোমধ্যেই উন্নতি করেছে বাংলাদেশ। শুক্রবার আরও এক ধাপ এগোনোর সুযোগ ছিল রিয়াদ বাহিনীর সামনে। নিজেদের মাটিতে সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে রিয়াদ-মুস্তাফিজরা। দ্বিতীয় ম্যাচে জিতে রেটিং বাড়িয়ে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলল টাইগাররা।

বলা যায়, একবারে তলানিতেই ছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করছে টাইগাররা। অজি সিরিজের পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি জিতেই এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠে আসে দলটি। আর এখন দ্বিতীয় ম্যাচেও জিতে আরও একধাপ এগিয়ে ছয়ে অবস্থান নিল টাইগারদের।

কিউইদের বিপক্ষে উত্তেজনা ছড়ানো দ্বিতীয় ম্যাচটি ৪ রানের জিতে তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। আর তাতেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠল মাহমুদউল্লাহ-সাকিবরা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ছয়ে রয়েছে বাংলাদেশ, টাইগারদের থেকে এক রেটিং পয়েন্ট কম নিয়ে তাই সাতে নেমে গেল অস্ট্রেলিয়া। 

পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও তিন রেটিং কমেছে নিউজিল্যান্ডের। বর্তমানে ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চারেই আছে দলটি। আর ২৬১ রেটিং নিয়ে তিনে পাকিস্তান। ২৪৬ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পাঁচে।

তাইতো, ছয়ে ওঠা বাংলাদেশের সামনে এবার সুযোগ রয়েছে র‍্যাঙ্কিংয়ে পাঁচে ওঠার। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। বাংলাদেশ পাঁচে উঠলে ছয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা।