• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৪ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে

অস্ট্রেলিয়ার ডেভিড মুরকে আনলো বিসিবি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

রাসেল ডোমিঙ্গ পদত্যাগ করায় প্রধান কোচের পদ শূন্য। গুঞ্জন আছে, প্রধান কোচে হিসেবে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। তার আগে অবশ্য বাংলাদেশ ক্রিকেটের হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড মুরকে।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

৫৮ বছর বয়সী মুর বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে আগামী মাসেই বাংলাদেশে আসছেন। তিনি বাংলা টাইগার্স, এইচপির প্রোগ্রামগুলোর পরিকল্পনা, কৌশল প্রণয়নে কাজ করবেন বলে বিসিবি জানিয়েছে।

ক্রিকেটারদের কোচিং ছাড়াও তিনি স্থানীয় কোচদের মানোন্নয়ন কর্মসূচিও তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো এক বার্তায় ডেভিড মুর বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতে পারবো। দায়িত্ব সামলাবো বিসিবির হেড অব প্রোগ্রামের। তাই আমি বেশ রোমাঞ্চিত। এই কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’

অস্ট্রেলিয়ান মুর ক্রিকেট ক্যারিয়ার এতটা প্রসৃদ্ধ নয়। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধই বলা যায়। নিউ সাউথ ওয়েলস ছাড়াও কাজ করেছেন বারমুডা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।

এ ছাড়া ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।