• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৪ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে

নেই কোনো পুরুষ আম্পায়ার, মেয়েরাই সামলাবে মেয়েদের বিশ্বকাপ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

দুই সপ্তাহেরও কম সময় বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে নারীদের এই বিশ্বকাপের নতুন এক সংযোজন ঘটাতে যাচ্ছে আইসিসি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন নারী আম্পায়াররা। কোনো পুরুষ আম্পায়ারকে দায়িত্ব দেয়া হয়নি এবারের বিশ্বকাপে।

এর আগে মেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরুষ আম্পায়ারদের উপর দায়িত্ব দেওয়া হতো। মাঝেমধ্যে কিছু নারী আম্পায়ার অবশ্য থাকতেন। এবার শুধুই নারী আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করাতে চাচ্ছে আইসিসি।

মোট ১৩ জনকে রাখা হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে। এর মধ্যে ১০ জন আম্পায়ার এবং ৩ জন ম্যাচ রেফারি। আইসিসি জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘আমরা কি ভাবছি তার পরিচয় এই সিদ্ধান্ত। আমরা চাই ছেলে এবং মেয়েরা সমান সুযোগ পাক। সে দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। সারা বিশ্বে আমরা নারী আম্পায়ারদের বেশি করে সুযোগ দিতে চাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলা পরিচালনায় থাকবেন এমন ৭ জন অফিসিয়াল রয়েছেন। আইসিসির নারী ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান বলেন, ‘আগামী প্রজন্ম দেখছে যে শুধু ক্রিকেটার হয়ে ওঠা নয়, আরও অনেক ধরনের ক্যারিয়ারের সুযোগ রয়েছে। এমন সুযোগ যা বিশ্বকাপের সঙ্গে নাম জুড়ে দিতে পারে।’

নারী আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক। তিনি ২০১৬ সাল থেকে নারীদের সব বিশ্বকাপের অংশ ছিলেন। আম্পায়ারদের তালিকায় সবচেয়ে কনিষ্ঠ অ্যানা হ্যারিস। মাত্র ২৪ বছর বয়স তার। এমন বড় প্রতিযোগিতায় প্রথমবার দেখা যাবে তাকে। ভারত থেকে থাকবেন ম্যাচ রেফারি গন্দিকোটা সর্বা লক্ষ্মী। আম্পায়ার থাকবেন দু’জন, বৃন্দা রথী এবং জননী নারায়ণ।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১০ ফেব্রুয়ারি শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল শেষ চারে উঠবে। দু’টি সেমিফাইনাল ম্যাচ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। গ্রুপের তিনটি ম্যাচই কেপ টাউনে।

ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তানের। পার্লে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড।