• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইতিহাসের পাতায় সাকিব

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

ইংলিশ ব্যাটার রেহান আহমেদকে অফ স্ট্যাম্পের বাইরের বলে মেহেদি হাসানের ক্যাচ বানান সাকিব আল হাসান। তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি সাকিব আল হাসানের দখলে বেশ অনেকদিন ধরেই। এবার প্রথম বাংলাদেশি হিসেবে তিন’শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিবের তিনশ উইকেটে মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল চার উইকেট। প্রথম পাঁচ ওভার বোলিং করে তিন উইকেট নিয়ে কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলেন। নিজের নবম ওভারে রেহান আহমেদকে ফিরিয়ে পূর্ণ করেন তিন’শ উইকেটের কোটা।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ উইকেট শিকার করেছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। পরের তিনটি অবস্থানে আছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৪১) ও রুবেল হোসেন (১২৯)। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ছয় জন বোলার ১০০ উইকেট শিকার করেছেন।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ১০০ কিংবা তার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাত্র তিনজন। তাদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১৪তম অবস্থানে আছেন তিনি। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট তার।