• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

যেখানেই যাচ্ছেন, রোনালদো শুনছেন ‘মেসি মেসি’ চিৎকার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

উড়তে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর হঠাৎই যেন ছন্দপতন হয়েছে। এর মাঝেই ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হিসেবে এসেছে সমর্থকদের জ্বালাতন। গত রাতে আল-ইত্তিহাদের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিলেন রোনালদো। সেই চাপেই কিনা পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন তিনি। ঠিক নিষ্প্রভ নন, তিনি মূলত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিলেন। ফলে আল-নাসরও ০-১ ব্যবধানে হেরে যায়। তবে তার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন সমর্থকরা। রোনালদোকে দেখলেই তারা ‘মেসি মেসি’ চিৎকারে ফেটে পড়ছেন।

মুখোমুখি হয় সৌদির লিগ শিরোপা জেতার দুই প্রধান দাবিদার আল-নাসর এবং আল-ইত্তিহাদ। ম্যাচের শুরুতে আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ দেন দু’দলের অধিনায়ক ও রেফারিরা। ওই সময় রোনালদোকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে মেসি সেরা বলে শোরগোল তোলেন সমর্থকরা। পরে তার জবাবে মাটির দিকে আঙুল দেখিয়ে রোনালদো কিছু একটা ইঙ্গিত করেন।

এখানেই শেষ নয়। ম্যাচ হারের কারণে আল-নাসর টেবিলের শীর্ষস্থান থেকে নিচে নেমে যায়। এতে শিরোপা জয়ে তারা হোঁচটই খেয়েছে বলা চলে। ফলে স্বাভাবিকভাবে হতাশ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ শেষে সমর্থকদের সান্ত্বনা দিতে গ্যালারির কাছে সতীর্থদের দিকে ছুটে যান রোনালদো। পরে একটু পরেই তিনি সেখান থেকে ফিরে আসেন। সে সময় এক সতীর্থ তাকে কিছু একটা বোঝাচ্ছিলেন। কিন্তু তাতেও তার রাগ কমেনি। উল্টো হাত নাড়াতে নাড়াতে বিরক্তি প্রকাশ করতে থাকেন তিনি। এরপর মেজাজ হারিয়ে ডাগআউট লাইনে রাখা পানির বোতলে জোরশে লাথি মারেন।

এভাবে এই ফুটবল তারকার মেজাজ হারানোর কারণ হিসেবে অনেকে বলছেন, গ্যালারি থেকে মেসির নামে কোরাস তোলায় বিরক্ত হয়েছেন রোনালদো। খেলা চলাকালেও দর্শকদের অনেকেই মেসির ছবি সম্বলিত পোস্টার প্রদর্শন করতে থাকেন। যা তার পরবর্তী আচরণে ফুটে উঠেছে।

এর আগে সৌদি প্রো লিগের আরেকটি ম্যাচে আল বাতেনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। সে সময় তাকে লক্ষ্য করে কেউ একজন বলে উঠেন, ‘মেসিই সর্বকালের সেরা।’ দর্শকের এমন কথা শুনে তখন রোনালদো অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। তাকে স্বাভাবিকভাবে হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়। ম্যাচটিও শেষ পর্যন্ত ৩-১ গোল ব্যবধানে জিতে নেয় রোনালদোর ক্লাব।