• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তানের স্নায়ুযুদ্ধে শঙ্কার মুখে এশিয়া কাপ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ক্রিকেট রাজনীতিতে ভারত-পাকিস্তানের স্নায়ুযুদ্ধ চলছে বেশ আগে থেকেই। দু’দেশ নিজেদের মধ্যে সিরিজ খেলেনা এক যুগেরও বেশি। বিসিসিআই-পিসিবি দ্বন্দ্বে এবার এশিয়া কাপ আয়োজন শঙ্কার মুখে। পাকিস্তানে এশিয়া কাপ না গড়ালে বিশ্বকাপ থেকেই নাম প্রত্যাহারের হুমকি আগেই দিয়ে রেখেছে পিসিবি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বহু পুরনো। সেই দ্বন্দ্ব থেকে রেহাই পায়নি ক্রিকেটও। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়না বহু বছর। তাই তাদের লড়াই দেখার সৌভাগ্য হয় শুধু আইসিসির ইভেন্টেই।

বিশ্বের শত কোটি ক্রিকেট ভক্তের অপেক্ষার অবসান হচ্ছে শীঘ্রই। এই বছর মাঠে গড়াবে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এশিয়ান শ্রেষ্টত্বের লড়াইয়ের আয়োজক পাকিস্তান। আর বিশ্বকাপের আসর হবে ভারতে।

তার আগেই আলোচনার ঝড় তুলেছে পাকিস্তানে যেতে ভারতের অনাগ্রহ। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিসিআই চায় এশিয়া কাপ হোক নিরপেক্ষ ভেন্যুতে। আর কোনভাবেই আয়োজনের স্বত্ব হারাতে চায়না পিসিবি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে নরম হয়ে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। যেখানে আয়োজক থাকবে পিসিবি শুধু ভারতের ম্যাচ হবে অন্য ভেন্যুতে। ইতিমধ্যে পাকিস্তান ও আরব আমিরাতে টুর্নামেন্টটির ভেন্যুও ঘোষণা করেছে পিসিবি। এই প্রস্তাবে রাজি না হলে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান।

এর ফলে হুমকিতে পরেছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা। আর বিশ্বকাপের দিনক্ষণ ও ভেন্যু নির্ধারণে বিপত্তির মুখে পরেছে ভারতও। 

বিশ্বকাপকে সামনে রেখে ২৭ মে জরুরি সভা ডেকেছে বিসিসিআই। যেখানে আলোচনার মূল বিষয় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এদিন চূড়ান্ত হতে পারে বিশ্বকাপের দিনক্ষণ। হতে পারে এশিয়া কাপ নিয়ে সমস্যার অবসান। তাই সেই সভার দিকেই এখন মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।