• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৩-২ ব্যবধানে শিরোপা জিতেছে টেম্বা বাভুমার দল। জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে এইডিন মার্কারাম ও ডেভিড মিলারের হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করে প্রোটিয়ারা।

মিলার ৬৩ আর মার্কারাম করেন ৯৩ রান। এছাড়া, মার্কো জানসেন ৪৭ আর ফেহলুকওয়েওর ব্যাট থেকে আসে ৩৯ রান। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাম্পা।

জবাবে, ১৫ ওভার ৫ বল বাকি থাকতেই অল-আউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭১ রান করেছেন মিচেল মার্শ। ৫৬ বলে ৬টি করে চার-ছক্কায় ৭১ রানের ঝড় তোলা মার্শকে আউট করেন জানসেন। এর আগে ওপেনার ডেভিড ওয়ার্নার (১০)কে ফেরান প্রোটিয়ার এই পেসার।

লাবুশেন (৬৩ বলে ৪৪) ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে (২) তুলে নিয়ে ম্যাচ দক্ষিণ আফ্রিকার হাতে নিয়ে আসেন জানসেন।

পরের দিকে ভেল্কি দেখান স্পিনার কেশভ মহারাজ। ৬৯ রানে তারা হারায় শেষ ৮ উইকেট। ৩৪.১ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় মার্শের দল।

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মার্কো জানসেন। সিরিজ সেরা হয়েছেন এইডিন মার্কারাম।