• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা

‘মূল্যায়নের’ সিরিজকে কতটা মূল্য দিতে পারলো বাংলাদেশ?

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলোয়াড়দের বেশিরভাগকেই বিশ্রামে রাখা হয়েছে। তারপরও মিরপুরের স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। এর আগের দুই সিরিজে, এমনকি ভারতের বিপক্ষেও স্টেডিয়াম খালি থাকতে দেখা গেছে। অথচ এবার ‘গুরুত্বহীন’ সিরিজে গ্যালারি মাতাচ্ছেন ক্রিকেপ্রেমী দর্শকরা। নেচে গেয়ে তামিম ইকবাল-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। তবে হাসিমুখে বাড়ি যেতে পারেননি বাংলাদেশের এই সমর্থকরা। তিন ওয়ানডের সিরিজে দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল ৮৬ রানে হেরেছে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের গুরুত্ব সেই অর্থে নেই। আগামী সোমবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই দল নির্বাচনের জন্য প্রথম দুই ম্যাচ ছিল ‘মূল্যায়নের’। ক্রিকেট বোর্ড সূত্রে স্পষ্ট কোনও বার্তা না পাওয়া গেলেও জানা গেছে, বিশ্বকাপের স্কোয়াডে টিকে গেছেন মাহমুদউল্লাহ। পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের থাকাটাও প্রায় নিশ্চিত। এর বাইরে ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা বাঁহাতি ওপেনার তামিম ইকবালের অবস্থা ভালো। নিশ্চিতভাবেই বলা যায়, অভিজ্ঞ এই ওপেনারকে নিয়েই ভারতের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও ভালোভাবেই শেষ হয়েছে। ইনজুরির ঝুঁকি থাকায় এই ম্যাচে খেলানো হয়নি তানজিম হাসান সাকিবকে। তার বদলে নেওয়া হয় হাসান মাহমুদকে। টস হেরে আগে বোলিং করতে নেমে টপ অর্ডারকে ভালোই চেপে ধরেছিল মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও শেখ মেহেদী হাসানরা। তবে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের দারুণ ব্যাটিংয়ের পর লেট অর্ডারের ক্যামিও ইনিংসে ৪৯.২ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। ব্লান্ডেল ৬৬ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। নিকোলস ৬১ বলে খেলেন ৪৯ রানের ইনিংস। বাংলাদেশের বোলাররা শুরুর চাপ শেষ অব্দি রাখতে পারেননি।

তবে আরও ১৮ রান কম হতে পারতো নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। ক্রিকেটে এখন মানকাডের কোনও টার্ম নেই। আইসিসি এটাকে সাধারণ রান আউট হিসেবেই দেখছে। হাসান বোলিং করার আগেই নন স্ট্রাইকার সোধি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। হাসান বোলিং না করে, স্টাম্প ভেঙে ফেলেন। আবেদন হওয়ার পর থার্ড আম্পায়ারের কলে রান আউট হন সোধি। যদিও সেই আউট পরবর্তীতে ফিরিয়ে নেন বাংলাদেশের অধিনায়ক লিটন। ক্রিজে ফিরে আসেন সোধি। কিউই এই অলরাউন্ডার ১৭ রানে দ্বিতীয় জীবন পেয়ে স্কোরবোর্ডে আরও ১৮ রান যোগ করেন। তার ৩৫ রানে নিউ জিল‌্যান্ড শেষদিকে লড়াকু পুঁজি পায়।

এবাদত হোসেনের ইনজুরির পর পঞ্চম বোলারের খোঁজে ছিল বাংলাদেশ। তরুণ তানজিম সাকিবকে নিয়ে চেষ্টা করা হচ্ছিল। তিনিও সম্ভবত ইনজুরিতে ঝুঁকিতে আছেন। আরেক পেসার খালেদকে শনিবার সুযোগ দেওয়া হয়। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। কিছুটা ব্যয়বহুল হলেও নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া মেহেদী তিনটি ও মোস্তাফিজ দুটি উইকেট নিয়েছেন। জুনিয়র সাকিবের ইনজুরি সমস্যা না কাটলে হয়তো খালেদের ওপরই ভরসা রাখতে হবে।

কিউইরা ভালো ব্যাটিংয়ের পর বোলিংয়ে আধিপত্য বিস্তার করে। এমনিতেই বাংলাদেশ সফরে মূল একাদশের ব্যাটারদের নিয়ে আসেনি কিউইরা। তবে বোলিংয়ে সেরা খেলোয়াড়দের রেখেছে। তাদের সামনে অবশ্য খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা। মূল একাদশের ব্যাটাররা না থাকলেও ছিলেন অভিজ্ঞ তামিম ও মাহমুদউল্লাহ। ফেরার ম্যাচে দুই জন ভালোই ব্যাটিং করেছেন। তবে সুযোগ ছিল ইনিংসটাকে আরও বড় করার।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর একাদশে ফিরেছেন তামিম। শুরুতে লিটন ফিরে গেলেও বাহারি শটে গ্যালাতি মাতানোর চেষ্টা করেন বাঁহাতি এই ওপেনার। তবে সুইপ খেলতে গিয়ে সম্ভাবনাময় ইনিংসের মৃত্যু ঘটে। ৫৮ বলে ৭ চারে ৪৪ রানে আউট হন সাবেক অধিনায়ক। পুরো সময়টাতে তামিমকে সমর্থন করে গেছেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা।

তামিমের আগে অবশ্য লিটন ও তানজিদ তামিম আউট হন। এশিয়া কাপের অফফর্ম এই সিরিজেও কাটাতে পারেননি লিটন। ১৬ বলে খেলেন ৬ রানের ইনিংস। তবে সিনিয়র তামিমের সাথে জুটি বেঁধে দারুণ ব্যাটিং করছিলেন জুনিয়র তামিম। কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। যদিও ১২ বলে ৩ চারে ১৬ রানের ইনিংস খেলে সম্ভবত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললেন তিনি! তবে দুর্ভাগ্য সৌম্য সরকারের। কোনও কিছু না করেই জাতীয় দলে ফিরেছিলেন। অপেক্ষায় ছিলেন বিশ্বকাপের টিকিট পাওয়ার। কিন্তু ২ বলে কোনও রান না করে সাজঘরে ফেরা সৌম্যর বোধহয় ভারতে যাওয়া হচ্ছে না। এরপর ফর্মে থাকা তাওহীদ হৃদয়ও রান করতে পারেননি।

সৌম্যর আউটের পরই ক্রিজে নামেন আলোচিত মাহমদুউল্লাহ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর বিশ্রামের নামে জাতীয় দলের বাইরে রাখা হলেও বিশ্বকাপের আলোচনায় সবসময়ই ছিলেন। শনিবার কিউইদের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলে আলোচনা আরও জমিয়ে তুলছেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও বরাবরের মতোই স্লো ব্যাটিং করেছেন। ৪ চার ও ১ ছক্কায় গ্যালারি মাতালেও ৬৪.৪৭ স্ট্রাইক রেটে তার রান ৪৯। তামিমের মতো মাহমুদউল্লাহকে দারুণ সমর্থণ দিয়ে গেছেন দর্শকরা।

মাহমুদউল্লাহর আউটের পরই মূলত ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। মেহেদী ১৭ ও নাসুম ২১ রান করে কেবল ব্যবধান কমাতে পেরেছেন। বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট হয়।

বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে একাই ভূমিকা রেখেছেন কিউই স্পিনার সোধি। ৩৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া কাইল জেমিসন নেন দুটি উইকেট।