• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি রূপপুরে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আহ্বান

দিগন্ত বিস্তৃত এ যেন হলুদ সর্ষে ফুলের রাজ্য

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে নওগাঁর মান্দায় দিগন্ত জোড়া ফসলের মাঠ। অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। একসঙ্গে ফোটা ফলগুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে। আর তা দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।

আগাম ধান কেটে তোলার পর বরেন্দ্রর মাঠে চাষিরা রোপণ করেন উচ্চফলনশীল সরিষা। নভেম্বরের শেষ সপ্তাহে শীত বাড়ার সঙ্গে এসব সরিষা ক্ষেতে দেখা দেয় ফুল। শীতের আমেজ বাড়ার সঙ্গে বাড়ে সরিষার ফুলও। এ সময় প্রকৃতি সরিষার ফোটা ফুল ছড়ায় মুগ্ধতা।

দিগন্ত জোড়া হলুদ সরিষার ফসলের মাঠ। যত দূর চোখ যায় সরিষার ক্ষেত। অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে একসঙ্গে ফোটা সরিষার ফুলগুলো। আর তা ওপর থেকে দেখলে মনে হবে যেন হলুদ গালিচা। ফোটা সরিষা ফুলে ভ্রমর মধু খুঁজে ফিরছে ফুলে ফুলে।

মধুমাখা ক্ষণে, প্রকৃতির সনে, সুবাসে মশগুল, সরষে ফুল। বিকেলের বেলাতে, মৌমাছির খেলাতে, গুনগুন তুলে রব, চারদিকে সৌরভ, কবির লেখা কবিতার মতোই অসাধারণ এ চিত্রপট ফুটে উঠেছে নওগাঁর মান্দার বিস্তীর্ণ মাঠে।

মাঠজুড়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে দুর দরান্ত থেকে আসছেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। মাঠের চারপাশ ঘুরে দৃষ্টিনন্দন এমন পরিবেশকে ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা।

রাজশাহী থেকে আসা দর্শনার্থীরা জানান, প্রকৃতির এক অনাবিল সুন্দর পরিবেশ এখানে ফুটে উঠেছে। যা দেখে মন ভালো হয়ে যায়। ভোজ্য তেলের দাম বাড়ায় এবার বরেন্দ্র এলাকায় সরিষা চাষে আগ্রহী হয় চাষিরা। এখন পর্যন্ত অনুকূল আবহাওয়ায় চাষিরা সরিষার ভালো ফলনের স্বপ্ন দেখছেন।

মান্দার দেলোয়াবাড়ী এলাকার কৃষক আমজাদ, সাবের উদ্দিনসহ বেশ ক'জন কৃষক জানান, এবার ভালো লাভের আশায় তারা সরিষা চাষ করেছেন। কারণ তেলের দাম অনেক বেশি। তবে সরিষার ন্যায্য দর পেলে তারা লাভবান হবেন বলে আশা করছেন। চলতি রবি মৌসুমে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আগাম জাতের সরিষার আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।