• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা

সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১  

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ স্থানও। যার সৌন্দর্য দেখতে প্রতি বছরই কয়েক লাখ পর্যটক ভিড় করেন। করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ভ্রমণপিপাসুদের সংখ্যা বাড়ছে দিন দিন।

রোমাঞ্চকর ভয় আর শিহরণ, সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের হাতছানি। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের চোখ ধাঁধানো নৈস্বর্গিক সৌন্দর্যে বিমোহিত ভ্রমণপিপাসুরা। প্রকৃতির নিজ হাতে গড়া এই বন দেখে মুগ্ধ পর্যটকরা। এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রা হরিণ, কুমির আর বানরসহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল। প্রায় ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণীর দেখা মেলে এখানে।

দিনদিন এখানকার স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। ঘুরতে এসে দারুণ পুলকিত দর্শনার্থীরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা এক ব্যাংক কর্মকর্তা জানান, এখানে না এলে জানতেই পারতেন না সুন্দরবন এত সুন্দর। জোয়ার-ভাটার দৃশ্য খুবই মনোরম। সুন্দরবনে কচ্ছপ, বানর, হরিণ, কুমির ও বিভিন্ন ধরনের পাখি দেখেছেন তিনি। তার স্কুলপড়ুয়া দুই মেয়ে সুন্দরবনে এসে খুবই আনন্দিত।

দিনাজপুর থেকে আসা এক পর্যটক জানান, দিনাজপুরে রামসাগরসহ বিভিন্ন দেখার দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু সুন্দরবনের রূপই আলাদা। জাহাজে আইড়, লইট্যা, ছুরি, রূপচাঁদা আর সামুদ্রিক নাম না জানা বিভিন্ন সুস্বাদু মাছ খেয়ে তারা তারা আনন্দিত।

সুন্দরবন করমজল পর্যটন স্পট স্টেশন কর্মকর্তা আজাদ কবির বলেন, সুন্দরবনে পর্যটকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ছুটি থাকলে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দিতে বন বিভাগ সচেষ্ট রয়েছে। এ মুহূর্তে সুন্দরবনে কয়েকটি পর্যটন স্পট উন্নয়নের কাজ চলছে। এগুলো সম্পন্ন হলে আরো পর্যটক বাড়বে।

সুন্দরবনে প্রতি বছর গড়ে প্রায় দু থেকে তিন লাখ পর্যটক ভ্রমণে আসেন। বন বিভাগের দাবি, নতুন নতুন আরও স্পট বাড়াতে পারলে দেশের রাজস্ব আয়ের একটা উৎস হতে পারে এটি।