• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে

শীতে দেশ-বিদেশ ভ্রমণে

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

শীতকাল মানেই ঘোরাঘুরির মৌসুম। দেশ হোক বা বিদেশ- কমবেশি সবাই অক্টোবর মাস থেকেই মেতে উঠে ভ্রমণের উত্তেজনায়। সাধারণত বছর ঘুরে বড় ছুটিটা মানুষ জমিয়ে রাখে শীতকালে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর দূরের ভ্রমণ পরিকল্পনা শুরু করার সময়টা এখনই।

দেশের মধ্যে শীতকালে দেখার মত সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলো হচ্ছে- সেন্ট মার্টিনস, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, সাজেক, বান্দরবান, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি।

বছরের খুব সীমিত কিছু সময়ের জন্যই দারুচিনি দ্বীপ খোলা থাকে জনসাধারণের জন্য। তাই উৎসুক জনতার জন্য এটি খুবই রোমাঞ্চকর একটি গন্তব্য। বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ হিসেবে সেন্ট মার্টিনসের সৌন্দর্য একেবারেই অতুলনীয়।

অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন স্থান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। বছরের এ সময়টাতেই শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, সুন্দরবনও আছে ঘুরার জায়গার তালিকার মধ্যে। সুন্দরবন ঘুরার এক অভিনব পন্থা হিসেবে বর্তমানে চালু হয়েছে বিলাসবহুল কিছু ক্রুজ। ২ দিন সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক জাহাজের কেবিন থেকে উপভোগ করতে পারবেন সুন্দরবনের বন্য সৌন্দর্য। আধুনিক সুবিধায় স্বয়ংসম্পূর্ণ কেবিন, তিন বেলা সুস্বাদু খাবারের ব্যবস্থা, বিভিন্ন দর্শনীয় স্থান জাহাজ থেকে নেমে উপভোগ করা- সব সুবিধাই পাওয়া যায় এ ক্রুজগুলোতে।

শীতকালে ঘুরার জন্য আরেকটি সুন্দর জায়গা হল টাঙ্গুয়ার হাওর। মেঘহীন আকাশের নিছে হাওরের শান্ত নীল পানি কেবলমাত্র এ মৌসুমেই পাওয়া যায়। টাঙ্গুয়ার হাওরেও এখন পাওয়া যায় অভিজাত হাউসবোট এ অভিনব এক অভিজ্ঞতা। এসব রোমাঞ্চকর ট্যুরগুলো একই জায়গায় পেতে দেখে নিতে পারেন গোযায়ান। সম্পূর্ণ অনলাইনে নিজের ইচ্ছামত ট্যুর সাজিয়ে নেওয়ার সুযোগও আছে তাদের প্লাটফর্মে।

সুদীর্ঘ ২ বছর যাবতীয় সব বিনোদনমূলক ভ্রমণ বন্ধ থাকায় অনেকেই এখন দেশের তুলনায় বিদেশ ভ্রমণটাই বেশি পছন্দ করছেন। কম খরচের মধ্যে এখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ঘুরে আসা সম্ভব। সড়কপথে পার হয়েই চলে যাওয়া যায় কোলকাতা, দার্জিলিং কিংবা সিকিমে। তবে আরেকটু দূরে যেতে চাইলেই বিমানের বিকল্প নেই। নেপাল, থাইল্যান্ড ইত্যাদিও এখন বেশ জনপ্রিয় গন্তব্য। তবে ফ্লাইট ছাড়া যাওয়া সম্ভব না বলে এ গন্তব্যগুলো কিছুটা নাগালের বাইরে চলে যায় অনেকের জন্যই।

বিদেশ ভ্রমনে বাজেটের অধিকাংশই দখল করে রাখে ফ্লাইট। এমনকি এ খরচের কারণেই অনেকে বিদেশ ভ্রমণ স্থগিত করতে বাধ্য হন। এ সমস্যার সমাধান করতে একটি সেবা আজকাল বেশ জনপ্রিয়, সেটা হল ০% ই এম আই সেবা। জীবনযাপনের বাকি সব প্রয়োজনীয় উপাদানের পাশাপাশি এখন ভ্রমণ বিষয়েও পাওয়া যাচ্ছে ই এম আই সুবিধা, যেটি ব্যবহার করে এখনি ঘুরতে যেয়ে, পেমেন্ট করা সম্ভব প্রয়োজনমত সময় নিয়ে। বর্তমানে গোযায়ান ই একমাত্র ভ্রমণ বিষয়ক অনলাইন প্লাটফর্ম যেখানে ফ্লাইটের ক্ষেত্রেও ০% ই এম আই সুবিধা পাওয়া যাচ্ছে। তাই ভ্রমণ সম্ভব যখন ইচ্ছা তখনই।

ফ্লাইটের পরেই ভ্রমণ সম্পর্কিত সবচেয়ে বড় মাথাব্যথা হোটেল নিয়ে। কোনো জায়গায় যাওয়ার আগে সেখানের হোটেলের অবস্থান, খাবারের ব্যবস্থা, যাবতীয় সুযোগ সুবিধা ইত্যাদি জানা বেশ কঠিন কাজ। এক্ষেত্রে অনেকেই বিদেশি ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু এ ওয়েবসাইটগুলোতে পেমেন্টের সুযোগ খুবই সীমিত। প্রথমত অনলাইনে টাকা পরিশোধের ক্ষেত্রে প্রয়োজন হয় বিদেশি ক্রেডিট কার্ড কিংবা ডলার এন্ডোরস্মেন্ট করা ক্রেডিট কার্ড, যা অধিকাংশ দেশি নাগরিকের কাছেই নেই। আবার গন্তব্যে পৌঁছে পেমেন্ট করার ক্ষেত্রে পরপর দুইবার মুদ্রা পরিবর্তনে বেশ খানিকটা অর্থ নষ্ট হয়। ফলে অনলাইনে যেই দাম দেখা যায়, খরচ হয় তারও বেশি। এ সমস্যার সমাধান করতে প্রথমবারের মত দেশীয় কোন ওয়েবসাইটে প্রায় ৭ লক্ষ হোটেলের সমাহার নিয়ে এসেছে গোযায়ান। পছন্দমত হোটেল পাওয়ার পাশাপাশি দেশে প্রচলিত যেকোন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে এখানে টাকা পরিশোধ করা সম্ভব। ফলে প্রয়োজন নেই কোনো  বাড়তি খরচের। চাইলে এখানে ব্যবহার করতে পারবেন ০% ই এম আই সুবিধাটিও, যা বিদেশি ওয়েবসাইটে সম্ভব হয়না।

এ শীতে ভ্রমণের ইচ্ছা যেখানেই থাকুক, এখন পথে আর কোন বাধা নেই। অপেক্ষা শুধু যথাযথ পরিকল্পনার। ইচ্ছা যেখানেই হোক, ভ্রমণ চলুক বাধাহীন।