• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন

পর্যটকদের সুবিধায় ‘সিলেট পর্যটন ম্যাপ’ গাইড চালু

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২  

প্রকৃতি কন্যা সিলেট। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা-বাগানের সবুজ চাদরে ঢেকে রয়েছে সিলেট। জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপ-লাবণ্যের অপূর্ব ভান্ডার। প্রকৃতির এই লীলাভূমি মুগ্ধ করে সবাইকে।
তাইতো সারা বছরই সিলেট থাকে পর্যটকমুখর। দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন সিলেটে। বিশেষ করে ছুটির দিনে সিলেটে ঢল নামে পর্যটকদের। প্রকৃতির অপার সম্ভবনাময় সিলেটকে ঢেলে সাজাতে কাজ করছে জেলা প্রশসানসহ পর্যটন সংশ্লিষ্টরা।

এবার পর্যটকদের সুবিধার জন্য জেলা প্রশাসন তৈরি করেছে ‘সিলেট পর্যটন ম্যাপ’। এই ম্যাপের মাধ্যমেই সিলেটের সব পর্যটন স্পটের তথ্য পাবেন পর্যটকরা। এমনকি ম্যাপ ধরে যেতে পারবেন গন্তব্যে। এটি পর্যটকদের গাইড হিসেবে কাজ করবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা ‘সিলেট পর্যটন ম্যাপ’-এ সিলেটের সব দর্শনীয় স্থান ও দূরত্ব তুলে ধরা হয়েছে। সিলেট সার্কিট হাউজকে কেন্দ্র করে সেখান থেকে প্রতিটি স্পটের দূরত্ব ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সব সুযোগ-সুবিধার তথ্য প্রাপ্তির লক্ষ্যে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। ভ্রমণ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সেটাও পর্যটকরা জানাতে পারবেন এই নাম্বারে।

জেলা প্রশাসনের তৈরিকৃত ম্যাপে দেখা গেছে, সুরমা নদীর তীরবর্তী সিলেট সার্কিট হাউজ থেকে সব দর্শনীয় স্থানের দূরত্ব উল্লেখ করা হয়েছে। এছাড়া ম্যাপে প্রদর্শিত ‘কিউ আর কোড’ স্ক্যান করলে পাওয়া যাবে জেলার উল্লেখযোগ্য হোটেল, রেন্ট-এ কার, সিএনজি অটোরিকশা, বাস ইত্যাদি সংক্রান্ত তথ্য। তাছাড়া সার্কিট হাউজ থেকে প্রতিটি স্পটের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ম্যাপের আরেকটি অংশে পর্যটন স্পটের অবস্থান, দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার কথা লেখা রয়েছে। সিলেট নগর থেকে কীভাবে পর্যটন কেন্দ্রে যাবেন সে তথ্যও উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে দর্শনার্থীরা ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সব সুযোগ-সুবিধার তথ্য প্রাপ্তি এবং অভিযোগ জানাতে একটি হটলাইন নাম্বার (০১৯০৪-৬৬৭৯৫৬) চালু করা হয়েছে। এসব তথ্য সংবলিত ব্যানার ও প্রচার কাজ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। বিশেষ করে বাস টার্মিনাল, বিমানবন্দর, রেল স্টেশন এবং জনসমাগম হয় এমন স্থানে ব্যাপকভাবে প্রচারণা করা হবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, পর্যটকদের সুবিধার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘সিলেট পর্যটন ম্যাপ’ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। যেন পর্যটকরা দ্রুত তাদের ‘ট্যুর প্ল্যান’ করতে পারেন। সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে।

তিনি আরো বলেন, পর্যটকদের কোনো অভিযোগ ও কোনো তথ্য প্রাপ্তির লক্ষ্যে ২৪ ঘণ্টার জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। জেলা প্রশাসনের দায়িত্বশীলরা পর্যটকদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।