• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

অপহৃত ৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

অপহৃত ৯ বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বুধবার দুপুর আড়াইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দল ৯ জেলেকে নিয়ে টেকনাফে ফেরত আসে।

এর আগে সকাল ১১ মিয়ানমারের মংডুতে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট, বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং মিয়ানমার ৪ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়। 

গত ১০ নভেম্বর নাফ নদীতে থেকে ৯ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি। এসময়  ইঞ্জিন বিকল হয়ে জেলে নৌকাটি মিয়ানমার সীমানায় চলে যায়। পরে জেলেদেরকে ফেরত আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে জোরালো প্রচেষ্টা চালানো হয়। বিজিবির তৎপরতার প্রেক্ষিতে বিজিপি কর্তৃক বিজিবি কর্তৃপক্ষের নিকট দ্রত তাদের হস্তান্তর করতে সম্মত হয়। 

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ৭ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লে. কর্ণেল জ্য লিং অং। 

মিয়ানমার থেকে ফেরত আনা ৯ বাংলাদেশি নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেরত আসা জেলেরা হলেন, মোঃ নুরুল আলম (৪৮), ইসমাইল প্রকাশ হেসেন (১৯), মোঃ ইলিয়াছ (২১), মোঃ ইউনুছ (১৬), মোহাম্মদ আলম প্রকাশ কালু (১১), সাইফুল (১৭), সলিম উল্লাহ (২৫), নুর কামাল (১৩),  মোঃ লালু মিয়া (২৩)। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।