• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ তফসিল, ভোটের সম্ভাব্য তারিখ ২০-২৩ ডিসেম্বর

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সন্ধ্যা ৭টায় তার ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার আগে বেলা ১১টায় কমিশন সভা বসবে। সকালের কমিশন সভায় ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। এ ছাড়া জাতির উদ্দেশে দেওয়া সিইসির ভাষণে ভোটে ইভিএম ব্যবহার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের  বিষয়টি আসতে পারে। সূত্র জানিয়েছে, এবার বিজয় দিবসের পরপরই ভোট হতে পারে। এক্ষেত্রে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বা ২৩ ডিসেম্বর রবিবার ভোটের তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ ডিসেম্বর শনিবার নির্বাচন অনুষ্ঠানের কথাও ইসির চিন্তায় রয়েছে। তবে আজ সকালের কমিশন বৈঠকে ভোটের তারিখ চূড়ান্ত হবে। এর আগে এক ঘরোয়া বৈঠকে ভোটের তারিখ নিয়ে আলোচনা করেছে কমিশন। ওই সভায় ভোটের তারিখ হিসেবে ২০ ডিসেম্বরকে পছন্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেছেন, বৃহস্পতিবার সকালে সিইসির ভাষণ রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারের প্রস্তুতি আমাদের রয়েছে। এদিকে বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ঐক্যফ্রন্ট গত সোমবার ইসির সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি করে। সেইসঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল না দিতে ইসিকে অনুরোধ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তফসিল না পেছানোর পক্ষে মত দিয়েছে বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট ও আওয়ামী লীগ। আজ ৩০০ আসনে (প্রার্থীদের) মনোনয়ন ফরম পাঠানো হচ্ছে। আর তফসিল ঘোষণার পর প্রার্থী চূড়ান্ত শেষে ব্যালট পেপার ছাপার কাজ অতিদ্রুত করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছে, এবার রিটার্নিং অফিসার রাখা হচ্ছে প্রায় ৭৫ জন। আর সহকারী রিটার্নিং অফিসার থাকছে প্রায় ৬০০ জন। একাদশ সংসদ নির্বাচনে প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ৩০০ আসনে ভোটের জন্য ভোটকেন্দ্র ৪০ হাজার ১৯৯টি, ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৫৪০টি। আর প্রতি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিসাইডিং ও দুজন পোলিং অফিসার নিয়োগ থাকবে। সেই হিসাবে ভোটগ্রহণ কর্মকর্তা ৬ লাখ ৯৬ হাজার জন প্রয়োজন হবে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৬০ হাজার এবং পোলিং অফিসার ৪ লাখ ৩৬ হাজার জন। এ ছাড়া ৫ ভাগ অতিরিক্ত কর্মকর্তা প্রস্তুত রাখা হবে। সেই হিসাবে প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ২০৯ জন। সহকারী প্রিসাইডিং অফিসার ২ লাখ ৫৯ হাজার ৭৭ জন। পোলিং অফিসার ৪ লাখ ৩৩ হাজার ৭৩৪ জন। ই?সির সংশ্লিষ্ট কর্মকর্তারা ব?লেন, ১৮, ১৯, ২০ ও ২২, ২৩ ও ২৭ ডি?সেম্বর এবং ৩ জানুয়ারি সংসদ নির্বাচনের খসড়া তারিখ ইসির কাছে উপস্থাপন করা হয়েছে। কমিশন আজকের বৈঠকে একটি তারিখ চূড়ান্ত করবে।

মনোনয়ন ফরম যাচ্ছে আজ : সারা দেশে রিটার্নিং কর্মকর্তার দফতরে পাঠানো হচ্ছে প্রার্থীর মনোনয়নপত্র ফরমসহ নির্বাচনের প্রয়োজনীয় কাগজপত্র। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীরা চাইলেই যাতে ফরম কিনতে পারেন এজন্য আজ মনোনয়নপত্র পাঠানো হচ্ছে। জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার দফতরে (ডিসি অফিসে) এসব কাগজপত্র পাঠানো হচ্ছে। ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিক নির্বাচনী সামগ্রী অর্থাৎ ফরম-১ (মনোনয়ন ফরম), ফরম-২০, ফরম-২১, ফরম-২ (জামানত বহি), ফরম-৩ (রসিদ বহি), ফরম-২২, ২২ (ক), ২২ (খ), ২২ (গ), আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার ইত্যাদি গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, তেজগাঁও, ঢাকা হতে সব সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার বরাবর আজ ৮ নভেম্বর বিতরণ করা হবে। ‘বিশৃঙ্খলা’ হলে ‘ব্যবস্থা’ থাকবে : ইসি : নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দেব। ঐক্যফ্রন্টের কর্মসূচি অবহিত না হলেও কেউ যদি তফসিল ঘোষণায় বাধা সৃষ্টি করে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইসি সচিব জানান, ৮ নভেম্বর তফসিল ঘোষণায় আমাদের পূর্ব সিদ্ধান্তে অটল থাকতে বলেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কয়েকটি দল। তারা বলেছেন, বিতর্কিত প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকর্তাদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া না হয়। ইসি যেন সংবিধান ও আইন মেনে কাজ করতে পারে, সেক্ষেত্রে দলগুলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। যে কোনো পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারা দেশেই সতর্ক রয়েছে। রাজধানীসহ সারা দেশে বাড়ানো হয়েছে র‌্যাব-পুলিশের টহল। গতকাল এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ সদর দফতরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করে। এতে দেশের প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বার্তা দেওয়া হয়। এদিকে বিকাল থেকে জেলা উপজেলা শহর ছাড়াও মহাসড়কে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল টহল বাড়ানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের ক্রান্তিকালীন সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এর আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দশনা দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।  

খোঁজ নিয়ে জানা যায়, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি র‌্যাব-পুলিশ ও সাঁজোয়া যানসহ শেরেবাংলা নগরে ইসি এবং বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের আশপাশে মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসির প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয়েছে আর্চওয়ে। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষে ব্যাপক কৌশল নির্ধারণ করা হয়েছে। তফসিল ও জাতীয় নির্বাচনের আগে রুটিন কাজের অংশ হিসেবে সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তফসিল ঘোষণা নিয়ে সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক সন্ত্রাসবাদ, মাঠের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নাশকতার আশঙ্কা উড়িয়ে না দিয়ে তা বিবেচনায় রেখেই আগের চেয়ে সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কেউ যাতে অবৈধ অস্ত্র বহন করতে না পারে, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও নির্দেশনা দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের। সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকতে বলা হয়েছে। নাশকতাপ্রবণ বা স্পর্শকাতর জেলায় কী ধরনের কৌশলী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পূর্বের ঘটনা, পরিস্থিতি ও অভিজ্ঞাতার আলোকে দেশের ২৫টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলো হলো— রাজশাহী, বগুড়া, মুন্সীগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, ময়মনসিংহ, নরসিংদী, গাইবান্ধা, হবিগঞ্জ, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব জেলায় আগের সংসদ নির্বাচনে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম ঘটেছিল।