• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

আনিসুল হক ছিলেন অলরাউন্ডার: আতিক

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

আনিসুল হক অলরাউন্ডার ছিলেন। তিনি একাধারে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপস্থাপক, সফল ব্যবসায়ী, এফবিসিসিআইকে পরিবর্তন করে দিয়েছেন, ভালো বাবা, ভালো স্বামী, ভালো বন্ধু ও সর্বশেষ তিনি একজন ভালো নগর সেবক হিসেবে নিজেকে প্রমাণ করে গেছেন। এ কারণে তিনি একজন অলরাউন্ডার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস রাওয়া কনভেনশন হলে ‘শহর নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন। পোশাক ও বস্ত্র শিল্পের ব্যবসায়ীরা সভাটির আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, ‘আনিস ভাইয়ের সঙ্গে তুলনা আমি কখনো চাপ মনে করি না। আমি মনে করি, এটি একটি গাইড লাইন। লক্ষ্যে পৌঁছানোর জন্য এটি একটি নমুনা মাত্র।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী গ্রুপকে নিয়ে আসছেন দেশের বিভিন্ন জায়গায় পরিচালনা করার জন্য। তার প্রমাণ প্রথমে আনিস ভাই দেখিয়ে দিয়েছেন। আনিস ভাইয়ের কন্ট্রিবিউশন ধরে রাখতে হবে। কোনো কিছুই অসম্ভব নয়। সবকিছুই সম্ভব। যদি আমরা সবাই মিলে একসঙ্গে চলতে পারি।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমি ফিলোসফিতে বিশ্বাস করি। আমার গত নয়টি মাস খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি দায়িত্ব নেওয়ার প্রথম ১০ দিনের মধ্যেই প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় (বিইউপি) ছাত্র আবরার মারা যায়। তখন থেকেই আমার যাত্রা শুরু। এ ঘটনার শেষ না হতেই এফ আর টাওয়ারে আগুন লাগে। এরপরে গুলশান-১ নম্বরে আগুন লাগে। এর মধ্যে এসে পড়ে ডেঙ্গু চ্যালেঞ্জ। নয় মাস আমার জন্য বিরাট একটি অনুশীলন হয়ে গেছে। নয় মাসের অনুশীলন দিয়ে যদি আমি নির্বাচনের জয়যুক্ত হই। তাহলে পাঁচ বছরের জন্য একটি টেস্ট ম্যাচ খেলা যাবে। কারণ গত নয় মাসে এমন কিছু হয়নি যা ঘটতে বাকি ছিল।’

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি হাতেম আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী আনিসুর রহমান সিনহা প্রমুখ।