• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর

আফগান প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর বাণী

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ মে ২০২১  

বাংলাদেশকে জোট-নিরপেক্ষ গোষ্ঠীর সদস্যভুক্ত করার জন্য আসন্ন জোট নিরপেক্ষ দেশগুলোর  সম্মেলন প্রস্তুতি কমিটির সুপারিশকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভিনন্দন জানান। এ দিন আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসা শফিকের কাছে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোট নিরপেক্ষ গোষ্ঠীতে ন্যায়সঙ্গত ভূমিকা পালনে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেন। সম্প্রতি কাবুলে জোট নিরপেক্ষ সম্মেলনের প্রস্তুতি কমিটির বৈঠক সমাপ্ত হয়। প্রস্তুতি কমিটির বৈঠকে বাংলাদেশকে জোট নিরপেক্ষ গোষ্ঠীর সদস্যভুক্ত করার সুপারিশ করা হয়।

বাসসের খবরে বলা হয়, আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন যে, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যদের মধ্যে বাংলাদেশ তার ন্যায়সঙ্গত ও সুযোগ্য অবস্থান পাবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাঠানো এক বাণীতে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি যে, বাংলাদেশকে জোট-নিরপেক্ষ গোষ্ঠীভুক্ত করার প্রথম পদক্ষেপ কাবুলে নেওয়া হয়েছে।’ আফগান প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রস্তুতি কমিটির প্রস্তাব আলজিয়ার্সে আসন্ন সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হবে এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যদের মধ্যে বাংলাদেশে ন্যায়সঙ্গত ও উপযুক্ত আসন লাভ করবে।’

বাংলাদেশ অবজারভার, ১৯ মে ১৯৭৩ বেতন কমিশনের রিপোর্ট

জাতীয় বেতন কমিশন এই দিন বিকালে গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তাদের রিপোর্ট পেশ করেছে। কমিশনের চেয়ারম্যান আবদুর রব মোট এক হাজার পৃষ্ঠার তিন খণ্ড রিপোর্ট বঙ্গবন্ধুর কাছে হস্তান্তর করেন। এছাড়া তখন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ, বন্যা নিয়ন্ত্রণমন্ত্রী মোশতাক আহমদ, কৃষিমন্ত্রী আব্দুস সামাদ ও বেতন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় বেতন কমিশনের রিপোর্টে শুধু সরকারি কর্মচারী ও প্রতিরক্ষা বাহিনীর বেতন সম্পর্কে সুপারিশ করা হয়। পরে সাংবাদিকদের কাছে  আবদুর রব  বলেন, ‘রিপোর্টের প্রথম খণ্ডে বর্তমান বেতন নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে বেতনের আড়াই হাজার ক্যাটাগরি রয়েছে। দ্বিতীয় খণ্ডের বেতনহারের বর্ণনা আছে এবং তৃতীয় খণ্ড বেতন সম্পর্কে জনসাধারণ এবং বিভিন্ন সংগঠন যে সুপারিশ করেছে, সেসব আছে। কমিশন দাবি করে, তারা রেকর্ড সময়ের মধ্যে অর্থাৎ ১০ মাসের কম সময়ের মধ্যে তাদের রিপোর্ট প্রণয়ন করেছে এবং এই উপমহাদেশের ইতিহাসে এটা বিরল।’ তিনি দাবি করে বলেন, ‘দেশের সামাজিক-আর্থিক কাঠামো ও সরকারের সামর্থ্য এবং মুক্তিযুদ্ধকালে দেশের অর্থনীতি ধ্বংসের পটভূমিতে জনসাধারণের মৌলিক প্রয়োজনগুলোকে সামনে রেখে আমরা এ রিপোর্ট প্রণয়ন করেছি।’

লাইসেন্স হবে না

যে সব আমদানিকারক আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের জরিপের প্রশ্নমালার উত্তর দেননি, তারা ভবিষ্যতে আমদানি লাইসেন্স পাবেন না বলে এ দিন এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়। এতে বলা হয়, জরিপ কাজের সুবিধার্থে সকল বাণিজ্যিক আমদানিকারককে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কাছে তথ্য প্রদানের অনুরোধ জানিয়ে। কিন্তু  এর মধ্যে মাত্র ১৫ হাজার আমদানিকারক তথ্য সরবরাহ করেছেন। ইচ্ছাকৃতভাবে বাকি ১৪ হাজার আমদানিকারক প্রশ্নমালার জবাব দেননি। যারা তথ্য প্রদান করেননি, তারা ভবিষ্যতে আমদানি লাইসেন্স পাবেন না এবং যারা জরিপ তথ্য প্রদান করেছেন, তাদের মধ্য থেকে ভুয়া আমদানিকারক উচ্ছেদ করার জন্য সরেজমিনে জরিপ কার্য চালানো হবে।

 

দৈনিক বাংলা, ১৯ মে ১৯৭৩ ভূমিহীনদের জমি প্রদান শুরু

গবাদি পশু ও বনমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত আংশিকভাবে ৮শ’ ভূমিহীন কৃষকের মধ্যে ২ হাজার ৩৬০ একর ৫৪ শতাংশ জমি বণ্টন করেন। নোয়াখালীর ২৫ মাইল দক্ষিণে এখন ৮শ’ কৃষক তিনটি গ্রাম গড়ে তুলবেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রী কয়েকজন কৃষককে জমির মালিকানার দলিল প্রদান করেন। বাকিদের মধ্যে দলিল বিতরণ করবেন জেলা প্রশাসক। গ্রামবাসীদের উদ্দেশে ভাষণদানকালে মন্ত্রী উৎপাদনের লক্ষ্যে তাদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন যে, ‘চাষিদের ওই গ্রামে বাস করতে হবে, সব জমি চাষ করতে হবে এবং চাষি সংগঠন গড়ে তুলতে হবে। এ সব শর্তে তাদের জমি দেওয়া হয়েছে।’