• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তর-পূর্বাঞ্চলে ২ দিনের মধ্যে বন্যার আশঙ্কা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ মে ২০২০  

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলো পানি দ্রুত বাড়ছে, এতে আগামী দুইদিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে।

বুধবার (২৭ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ‘দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে’ এ তথ্য জানানো হয়েছে।

বুধবার উত্তর-পূর্বাঞ্চলের নদী সারিগোয়াইনের পানি গত ২৪ ঘণ্টায় ৩৩ সেন্টিমিটার বেড়ে সিলেটের সারিঘাটে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিশেষ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেল ভিত্তিক তথ্য মতে, বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণমুখী ঝড়ো হাওয়া এবং দেশের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বিস্তারের সম্ভাবনার প্রেক্ষিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও কাছাকাছি ভারতের আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা যাচ্ছে, যা আগামী ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, আসাম অঞ্চলের বিভিন্ন অংশে (গোয়াহাটি-তেজপুরে) ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যা আগামী ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, এ সময়ের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদীর কোথাও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

একই সময়ে আসামের বরাক ও মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা যাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। মেঘালয় অঞ্চলে ২ দিনের ক্রমপুঞ্জিভূত সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ ১০০-১৫০ মিলিমিটার। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় সারিঘাট, যদুকাটা ও কংস নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে দায়িত্ব পালনকারী নির্বাহী প্রকৌশলী (পুর) মো. আরিফুজ্জামান ভূইয়া বলেন, পরবর্তী সময়ে (আগামী ২৪-৪৮ ঘণ্টা) আসামের বরাক ও ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অংশে তিন দিনের ক্রমপুঞ্জিভূত সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ ২০০-২৫০ মিলিমিটার। যার ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি সমতল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কোথাও কোথাও পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।