• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

‘এখন আর কেউ ঘর কেড়ে নিতে পারবে না’

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

প্রবল ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে ২০০৯ সালে। সেই ঘূর্ণিঝড়ে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদীর চরে বসতি স্থাপন করা জোসনা বেগম, সাহিদা বেগম, ফরিদা বেগমরা। নদীর চরে বসবাস করলেও কখন মাথা গোঁজার ঠাঁইটুকু হারাতে হয়, তাদের মধ্যে সেই ভয় কাজ করেছে প্রতিনিয়িত। এক যুগেরও বেশি সময় ধরে এই আশঙ্কা তাড়িয়ে বেড়িয়েছে তাদেরকে।

কিন্তু তাদের সেই চিন্তা দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে দিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। যাদের জমি কেনা তো দূরের কথা, ঘর তোলার সামর্থ্য ছিল না, তারা হঠাৎই পেয়ে গেলেন মাথা গোঁজার আপন ঠিকানা। তাইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে একটুও কার্পণ্য করেননি তারা।

এমনই প্রতিকূলতার মধ্যে জীবন পার করে দুই শতাংশ জমিসহ একটি নান্দনিক ঘর পাচ্ছেন খুলনার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের অসহায় হতদরিদ্র জোসনা বেগম, সাহিদা বেগম, ফরিদা বেগম, রেবেকা বেগমসহ ১৫০ জন। আইলার পর যাদের স্থান হয়েছিল নদীর চরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আশ্রয়ণ-২- এর আওতায় মুজিববর্ষের উপহার হিসেবে স্থায়ী ঠিকানা পেয়ে বেজায় খুশি তারা।

স্থায়ী ঠিকানা পাওয়া স্বামী পরিত্যক্তা সাহিদা বেগম বলেন, ‘আইলার পর সব হারিয়ে শোলমারী নদীর এই চরে আশ্রয় নিয়েছিলাম। এক ছেলে আর এক মেয়ে নিয়ে দিন মজুরের কাজ করে কোনোরকমে দিন কাটছিল। নদীর চরে এই জায়গাটুকু হারানোর ভয়ও প্রতিনিয়ত কাজ করেছে মনে।’

তিনি জানান, এখন তিনি নিজেই জায়গার মালিক হয়েছেন। সেইসঙ্গে পেয়েছেন একটা ছোট ঘরও। যা আর কেউ কেড়ে নিতে পারবে না। একই কথা বলেন, জুলফিকার আলী, সোহরাব, লাভলু, রেবেকারা। তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সারাদেশে একযোগে গৃহহীনদের জন্য প্রথম দফায় বরাদ্দকৃত ৬৯ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কাজের উদ্বোধন করবেন। প্রথম দফায় আম্বিয়ার মতো নানা প্রতিকূলতার মধ্যে জীবন কাটানো খুলনার কয়রা উপজেলার ৫০টি আশ্রয়হীন পরিবার পেতে যাচ্ছে স্বপ্নের আশ্রয়স্থল। পর্যায়ক্রমে এ উপজেলায় জমিসহ ঘর তৈরি করে দেয়া হবে ২০৩টি গৃহহীন পরিবারকে। স্থানীয় প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে গড়ে ওঠা আশ্রয়হীন মানুষের স্বপ্নের ঠিকানা এসব ঘর নির্মাণ কাজ শেষের পথে। গৃহহীনদের স্বপ্নের পূর্ণতা পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার।

আরো জানা যায়, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। সে হিসাবে ঘর নির্মাণে মোট ব্যয় হচ্ছে ১৫ কোটি ৭৬ লাখ ৬২ হাজার টাকা। প্রতিটি ঘরে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম খান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছেন তাদেরকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। গুণগতমান শতভাগ বজায় রেখে দিকনির্দেশনা অনুযায়ী ঘরগুলোর নির্মাণ কার্যক্রম শেষের পথে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে গৃহহীনদের একটা মানসম্মত ও টেকসই ঘর নির্মাণ করে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছেন তাদেরকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। খুলনা জেলায় ৯২২টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। গুণগতমান বজায় রেখে দিকনির্দেশনা অনুযায়ী ঘরগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে যারা উপকারভোগী আছেন তাদের সাথেও মতবিনিময় করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গৃহহীনদের একটা মানসম্মত ও টেকসই ঘর নির্মাণ করে দেয়ার জন্য আমরা সবসময় তদারকি করছি।’