• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

কখনো উপ-সচিব, কখনো পুলিশ অফিসার তিনি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হক (৪৩)। তিনি নিজেকে কখনো পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, কখনো ২৫তম বিসিএসের পুলিশ অফিসার। এই পরিচয়ে নিজের একাধিক ভিজিটিং কার্ড বানিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন মোজাম্মেল।

তিনি সবশেষ প্রতারণা করেন নগরের কোতোয়ালি থানার বাসিন্দা বিধবা মর্জিনা আক্তারের সঙ্গে। তার ছেলেকে মুসলিম হাইস্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। তবে এবার মোজাম্মেলের আর রেহাই মেলেনি, ধরা পড়েছেন কোতোয়ালি থানা পুলিশের হাতে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মর্জিনা আক্তারের করা একটি প্রতারণা মামলায় তাকে নগরের সদরঘাট কামাল গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, করোনা আক্রান্ত হয়ে তিন সন্তানের জননী মর্জিনা আক্তারের স্বামী গত আট মাস আগে মারা যান। তার স্বামীর বন্ধু পরিচয় দিয়ে ফোন করেন মোজাম্মেল নামে এক ব্যক্তি এবং নিজেকে ২৫তম বিসিএস ক্যাডার (পুলিশ) বলে জানান। এরপর মর্জিনার ছেলেকে মুসলিম হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে, জেলা প্রশাসকের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তাকে একটি সুপারিশপত্রও দেন। বছরের শুরুতে (২২ জানুয়ারি) দেয়া ওই সুপারিশপত্রের বিনিময়ে মোজাম্মেল হাতিয়ে নেন নগদ ১৬ হাজার টাকা। সুপারিশটি নিয়ে মর্জিনা যখন মুসলিম হাই স্কুলে যান, তখনই বাধে বিপত্তি।

স্কুলের প্রধান শিক্ষক জানান, এ ধরনের কোনো চিঠি জেলা প্রশাসক থেকে তিনি পাননি। এরপর মোজাম্মেলকে একাধিকবার ফোন করেও আর সংযোগ পাননি মর্জিনা। এ ঘটনায় করা মামলায় প্রায় এক মাস চেষ্টার পর মোজাম্মেলকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও বিসিএস ক্যাডার (পুলিশ) অফিসার পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশকিছু ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে প্রতারণা মামলায় আদালতে পাঠানো হয়েছে।