• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

খুদে `কেজরিওয়ালের` সঙ্গে সেলফি তোলার হিড়িক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

 

মঞ্চে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন একজন। আর অন্যজন মাতিয়ে রেখেছে রেড কার্পেট। একজনের ভাষণ শুনতে যখন মুখিয়ে গোটা ভারত, ঠিক তখনই অন্যজনের পাশে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি পড়ে গেল।

রবিবার ভারতের দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে এমনই দৃশ্য চোখে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ‘বেবি মাফলারম্যান’। কেজরিওয়ালের মতো সাজগোজ করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিল যে শিশু।
গত ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) জয়ী হওয়ার পরই বাবা রাহুল তোমারের সঙ্গে আপের দপ্তরের বাইরে উৎসবে শামিল হয়েছিল এক বছরের আয়ান তোমার। 

কেজরিওয়ালের আদলে ফুলহাতা সোয়েটার, গলায় মাফলার এবং মাথায় আপের টুপি পরা তার সেই ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তার পরই ছোট্ট আয়ানকে ‘বিশেষ অতিথি’ হিসাবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় আপ নেতৃত্ব।

সেই আমন্ত্রণ পেয়ে আজ রামলীলা ময়দানে পৌঁছে যায় আয়ান। লাল সোয়েটার, কালো মাফলার, চোখে চশমা পরে রেড কার্পেটে পা রাখে সে। সেখানে তাকে ঘিরে হুড়োহুড়ি শুরু হয়ে যায় বিশিষ্টজনদের মধ্যেও। নিজেদের চেয়ার ছেড়ে উঠে আসেন রাঘব চাড্ডা, ভগবন্ত মান, সঞ্জয় সিংহরা। একে একে আয়ানের সঙ্গে সেলফি তোলেন তারা।

রাঘব চাড্ডা সেই ছবি টুইটারে পোস্ট করেন। তিনি লেখেন, ‘মিষ্টি খুদে মাফলারম্যানের সঙ্গে।