• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

চরফ্যাশন প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯  


চরফ্যাশন উপজেলার থানা জামে মসজিদকে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয়েছে। স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজাকে থানা মসজিদকে নির্বাচিত করার জন্যে পরামর্শ দেয়া হয়েছে। এবং এ মসজিদই সনাক্ত করা হয়েছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে এ মসজিদ নির্মিত হবে বলে ইসলামী ফাউন্ডেশনের চরফ্যাশন সুপার ভাইজার ইকরামুল ইসলাম জানান।  সরকার নিজস্ব অর্থায়নে সারা দেশে ৮হাজার ৭শ ২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে। ৮হাজার ১৬ জন আলেম ওলামার কর্মস্থান(চাকুরী) হবে। ইমাম, মোয়াজ্জেম খাদেম, খতিব সকলেই সরকারি স্কেলে বেতন ভাতা পাবে। 
ইসলামী চরফ্যাশন উপজেলা ফাউন্ডেশনের সুপার ভাইজার ইকরামুল ইসলাম বলেন, এই সকল মসজিদ গুলোতে থাকছে, ইসলামী সাস্কৃতিক কেন্দ্র, দীনি দাওয়াত কার্যক্রম পরিচালনার জন্যে অডিটরিয়াম। মহিলাদের জন্যে পৃথক নামাজের কক্ষ, মসজিদের নিচতলায় গাড়ী পার্কিয়ের ব্যবস্থা। কপ্লেক্সে অটিজম কর্ণার, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, ইসলামী গবেষনা কেন্দ্র ও লাইব্রেরী থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত, হজ্জযাত্রীদের প্রশিক্ষণ ও অনলাইন রেজিষ্টেশন ব্যবস্থা। হেফজুল কোরআনসহ উচ্চ শিক্ষার ব্যবস্থা, দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা(৪জন শিক্ষক) নিয়োগ হবে। জানাযা নামাজ ও মৃত্যু ব্যক্তির গোসলের ব্যবস্থা। 
চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন বলেন, সরকারের এ উদ্যোগটি প্রশংসার দাবীদার। এতদিন শুনেছি সরকারি প্রতিটি উপজেলায় একটি মডেল স্কুল করবে। এবার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি দৃষ্টি দিয়ে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ করার পরিকল্পনা করে কাজও শুরু করে দিয়েছে। আমরা তার জন্যে  তথা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্যে ধর্মপ্রাণ মুসলমানগন দোয়া করবে। এবং এ সরকারের প্রতি সাধারণ মানুষ আরো আকৃষ্ট হবে বলে আমি মনে করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, মরহুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আবার তার সুযোগ্য সন্তান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। 
চরফ্যাশন খাসমহল জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রফিকুল ইসলাম বলেন, আমরা আলেম ওলামাগন আনন্দিত যে সরকার সারা দেশে ৮হাজার ১৬জন আলেম ওলামার কর্মসংস্থান হচ্ছে। তারা সরকারি ভাবে বেতন স্কেল ও সকল সুযোগ সুবিধা পাবে। চরফ্যাশন থানা মসজিদের সভাপতি থানার অফিসার ইনচার্জ ম. এনমুল হক বলেন, আমরা সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহাদ্বয়কে ধন্যবাদ জানাই। তিনি উপজেলার মধ্যে এত মসজিদ থাকা সত্বেও আমাদের এ থানা মসজিদকে মডেল মসজিদ ও ইসলামী সাস্কৃতি কেন্দ্র হিসাবে সনাক্ত করেছেন। ওই মসজিদের বর্তমানে উন্নয়ন মুলক মাটির কাজ চলছে। মাটির কাজ শেষে হলেই মূল মসজিদের পাঁকা করণের কাজ শুরু হবে। চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী বলেন, চরফ্যাশন বাজারের প্রাণ কেন্দ্র অবস্থিত থানা মসজিদ। এই মসজিদের হাটবারের কয়েক‘শ মুসল্লিগন নামাজ আদায় করেন থাকেন। এখানে আধুনিক মানের একটি মডেল মসজিদ সরকার করবে তা কোনদিন আমরা বাজার ব্যবসায়ীগন কল্পনাও করিনি। আজ আমারা সরকার ও উন্নয়নের আইকন সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে ধন্যবাদ জানাচ্ছি। চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ)মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী বলেন, সরকার কাওমী মাদ্রাসা গুলোকে যেমনি একধাপ এগিয়ে নিয়েছে। তেমন বর্তমান মসজিদ গুলোর প্রতি নজর দেয়া শুরু করে দিয়েছে। এটি বিশাল ব্যপার যে একটি উপজেলায় মডেল মসজিদ করবে। এবং  ওই সকল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে সরকারি বেতন স্কেলে সুযোগ সুবিধা দেয়া হবে। আমরা এই সরকারকে আলীয়া মাদ্রাসা তথা উপজেলার সকল মাদ্রাসার পক্ষথেকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা ওলামালীগের সভাপতি হাজারীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওনানা মঈনুদ্দিন বলেন, আল্লাহর শুকরিয়াযে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা তার জন্যে দোয়া করি এবং তিনি যেন ইসলামী কার্যকলাপ গুলো ভাল করে পরিচালনা করতে পারে।