• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

চরফ্যাশন উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। 

বৃহম্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন এই চেয়ার বিতরণ করেন। এই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক, বিধবার ভাতার পাশা পাশি আজ পঙ্গু ভাতা দিয়ে যাচ্ছেন। বয়স্ক ভাতা মাসে ৫শ টাকা দিলেও পঙ্গুদের জন্যে ভাতা করা হয়েছে ৭শ টাকা। পঙ্গু ভাতা বিতরণের ক্ষেত্রে সনদের ব্যবস্থার মাধ্যমে ভাতা দেয়া হচ্ছে। অনিয়ম দূর করার জন্যে সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছেন। চরফ্যাশন উপজেলা মোট ২৫শ ৩৭জনে পঙ্গু ভাতার অন্তর্ভূক্তি করা হয়েছে। সরকার সচ্ছতা অর্জন করতে ব্যাংকের মাধ্যমে এই সকল ভাতা বিতরণ করা হচ্ছে। 

এই সময় চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমবায় কর্মকর্তা আবদুল মতিন, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীনসহ সমাজ সেবা অফিসের কর্মচারী ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।