• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চরফ্যাশনের সন্ত্রাসী মুরাদের ১৭ বছরের সাজা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনের সন্ত্রাসী ২১ মামলার আসামি মুরাদ (৩৮) তার ভাই রাজিব(২৮) কে বৃহস্পতিবার চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম চাদাঁবাজীসহ বিভিন্ন ধারায় ১৭ বছর ১ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার অপর সহযোগী আজিজ, লিটন, শহিদ,ফিরোজ ও ফজলু কে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দন্ডিত মুরাদ হোসেন ও তার ছোট ভাই রাজিব চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের আবুল বাশার চাপরাশীর ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সনের ২২নভেন্বর রাতে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মুরাদ  ও তার ভাইসহ আরও কয়েকজন অস্ত্র সজ্জিত হয়ে  হাজির হাট ব্রিজের উপরে বাজারের স্ব-মিল ব্যবসায়ী মোঃ ইউসুফকে অবরুদ্ধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে তার থেকে ১৮ হাজার টাকা নিয়ে যায়। দাবীকৃত বাকী না দিলে তাকে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় ২০১৪ সনের ২৪ নভেন্বর মো.ইউসুফ বাদী হয়ে মুরাদ, রাজিব, লিটন, আজিজ ও ফজলু, আঃশহীদ ও ফিরোজ কে আসামি করে চরফ্যাশন থানায়  চাদাঁবাজী ও হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সন্ত্রাসী মুরাদ মেম্বর বিরুদ্ধে  থানায় মাদক, চাদাঁবাজী, ডাকাতি, প্রতারণা, সহ আরও ১৮টি মামলা বিচারাধীন আছে।এর আগে মুরাদের বিরুদ্ধে একই আদালতে আরও দুইটি চাদাঁবাজীর মামলায় পৃথক পৃথকভাবে  ৪০ বছরের সাজা দেয়া হয়েছে। বর্তমানে মুরাদ পলাতক রয়েছে। এদিকে তার এই রায়ে আহম্মদপুর এলাকাল সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে ।