• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

চলছে শাবান মাস, রোজা রাখার প্রস্তুতি নিন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

 

মুসলমানদের জন্য বছরের শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস! এর পূর্বের মাস-ই হলো হিজরী সনের ৮ম মাস শাবান। বর্তমানে আমরা শাবান মাস অতিক্রম করছি।
রমজান মাসে মুসলমানদের দীর্ঘ টানা একমাস রোজা পালন করতে হয়। এর জন্য প্রয়োজন মানসিক, শারীরিক ও আর্থিক প্রস্তুতি।

রাসূল (সা.) সাধারনত প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ নফল রোজা পালন করতেন। তাছাড়া তিনি সোমবার ও বৃহস্পতিবারও নফল রোজা থাকতেন। তবে রাসূল (সা.) রমাজানের প্রস্তুতি স্বরুপ অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। যেমন হাদিসে বর্ণীত হয়েছে-

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لاَ يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لاَ يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلاَّ رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ
অর্থ : ‘আয়িশাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) একাধারে (এত অধিক) সওম পালন করতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর সওম পরিত্যাগ করবেন না। (আবার কখনো এত বেশি) সওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে, আমরা বলাবলি করতাম, তিনি আর (নফল) সওম পালন করবেন না। আমি আল্লাহর রাসূল (সা.)-কে রমজান ব্যতীত কোনো পুরা মাসের সওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক (নফল) সওম পালন করতে দেখিনি। (বুখারী হা/১৯৬৯, ১৯৭০,৬৪৬৫; মুসলীম হা/১১৫৬; আহমাদ হা/২৫১৫৫; আবু দাউদ হা/২৪৩৪; তিরমিযী হা/৭৩৬)।

সুতরাং আসুন শাবান মাসে আমরাও রাসূল (সা.) এর সুন্নাত অনুযায়ী বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা কর।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে রমাজান মাস পর্যন্ত হায়াত দান করেন এবং রমজানের ফজিলত ও বরকত হাসিল করার তাওফিক দান করেন। আমিন।