• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ২৮ প্রতারক আটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

রাজধানীর মিরপুর, ভাটারা ও ঢাকার আশুলিয়া-সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ২৮ প্রতারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এছাড়া উদ্ধার করা হয়েছে চাকরিপ্রার্থী ৫০ জন ভুক্তভোগী। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর ও ভাটারাসহ ঢাকা জেলার আশুলিয়া-সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ২৮ প্রতারককে আটক ও ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র, ভুয়া সিভিল, আইডি কার্ড, ভুয়া নিয়োগপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন ধরনের কাগজপত্র জব্দ করা হয়।

আটকরা হলেন, ‘প্রসেস সিকিউরিটি সার্ভিস লিমিটেড থেকে মোসলে উদ্দিন (৪২), ফজলুল ইসলাম ওরফে সুনাম (৪০), আব্দুল মান্নান (৫২), রেজওয়ান মাহমুদ রনি (২১), রাজু চন্দ্র শর্মা (২৪), সাখাওয়াত হোসেন সজিব (২২)। সেনপাড়া পর্বতা এলাকার ওয়েস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে আল-রাব্বি হাসান ওরফে ও পরিতোষ আওয়াল (৩৫), নুর কালাম (৩১), হাসিবুর রহমান (২১), ফয়েজ (২৮), মামুন মিয়া (২১)। নর্দা এলাকার এমিকন সিকিউরিটি সার্ভিস লিমিটেড থেকে গোলাম মোস্তফা (৫৫), তোফাজ্জল হোসেন (৫২)। এছাড়া আশুলিয়া থানার টোংগাবাড়ি এলাকার জয়েন সিকিউরিটি লিমিটেড থেকে সোহেল রানা (৩২), মো. ইমরান (১৮), রাব্বি মাহমুদ (১৮), ইব্রাহিম শেখ (২৪), চয়ন বাড়ই (১৯), মো. ফাহাদ (১৮), মো. হাবিব (১৮), মো. রাসেল (১৮), বাদল আহমেদ (১৮), মো. তাওসিফ (২০), ইমরুল কায়েস (২৪), মোছা. মোস্তাফিম মজরিনা ওরফে হ্যাপি (২১), হালিমা আক্তার (১৮), জহুরা আক্তার বিথি (১৯) ও সাভার থানার কালমা এলাকা থেকে গিয়াস সরদার (৬০)।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এইরূপ অসাধু প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসপি জিয়াউর।