• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

চিরিরবন্দরে স্বপ্নের ঘর পাচ্ছে ২১৫ পরিবার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২১৫টি দরিদ্র পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে গৃহহীনদের এসব স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল আর লাল টিনের ছাউনিতে তৈরি ঘরগুলো যেন উঁকি দিচ্ছে।

উপজেলার ইসবপুর ইউনিয়নের নয়াপাড়া ও দক্ষিণ নগর গ্রামসহ পাঁচটি পয়েন্টে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪৩টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে লাল রঙের টিন। দুই কক্ষের বাড়িতে রয়েছে একটি রান্নাঘর ও টয়লেট। বাড়িগুলোর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এখন চলছে রঙ ও দরজা জানালার কাজ। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিরিরবন্দরে এ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে ইউএনও আয়েশা সিদ্দীকা নিজেই দেখভাল করছেন। কাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে সবসময় নজর রাখছেন তিনি।

ইউএনও আয়েশা সিদ্দীকা বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিরিরবন্দর উপজেলায় ঘর পাচ্ছে ২১৫টি দরিদ্র পরিবার। কাজ শেষ হলে দ্রুতই ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে।