• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন

জাহাজে বিদেশি পর্যটক হেনস্তাকারী এক বখাটে আটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি এক পর্যটককে হেনস্তার ঘটনার মূলহোতা বলে চিহ্নিত বখাটেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় আটক করা হয়। টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দত্ত অভিযানে নেতৃত্ব দেন।

টেকনাফ থানা পুলিশ জানায়, অভিযুক্তের নাম মো. সালমান (১৮)। তিনি টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে। সালমান হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী। তাকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি এক পর্যটককে ঘিরে ধরে উত্ত্যক্ত করার ভিডিওতে আবদুল খালেকের ছেলে সালমানকে দেখা যায়। ভাইরাল ভিডিওটি দেখে চারদিকে সমালোচনার ঝড় উঠলে তাকে ডেকে বিদেশি পর্যটকের সাথে অশালীন আচরণের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন সে বলে, মজার ছলে এটি করা হলেও তা উচিত হয়নি। সে অবশ্য পরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে আরেকটি ভিডিও বার্তা ছেড়েছে। এরপর টেকনাফ মডেল থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনগামী জাহাজে করা ভিডিওটি টেকনাফের বাসিন্দা সালমানের বন্ধু ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। তাতে দেখা যায়, বিদেশি ওই পর্যটকের সাথে ইংরেজির মিশেলে আঞ্চলিক ভাষায় গালি-গালাজ ও দৈহিক নানা অঙ্গভঙ্গি করে হাসাহাসি করছিল সালমানের নেতৃত্বাধীন র্যাগিং গ্যাংটি। ভিডিওটি মুহুর্তে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসেবে জাহির করা হয়। নির্মাণাধীন বিভিন্ন এক্সক্লুসিভ জোনের কারণে কক্সবাজারের পর্যটন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাচ্ছে। এমন সময় বিদেশিদের সাথে এতদঞ্চলের তরুণ সমাজের এ ধরনের আচরণ বড়ই লজ্জার।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, পর্যটনে কক্সবাজারকে বিশ্বময় করতে সরকারে প্রচেষ্টা বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। আমাদের কামনা কক্সবাজারের সর্বস্তরের লোকজন এ প্রচেষ্টায় শামিল হবে। পর্যটকবাহী জাহাজে এক বিদেশির সাথে তরুণদের আচরণ চরম দুঃখজনক। এ গ্রুপের একজনকে আইনের আওতায় নেয়া হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে।