• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

জীবনযাত্রা উন্নয়নে ঢাকার ২ সিটির জন্য আসছে ২৩ প্রকল্প

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩১ মে ২০২০  

জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চায় ঢাকার দুই সিটি করপোরেশন। এজন্য চলমান প্রকল্পগুলোকেই যথেষ্ট মনে করছে না তারা। তাই নতুন ২৩টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭ হাজার ৯২৭ কোটি টাকা।

নতুন প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির জন্য প্রকল্প রয়েছে ১৩টি, প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৪৯০ কোটি টাকা। অন্যদিকে উত্তর সিটির ১০ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪ হাজার ৪৩৬ কোটি টাকা। প্রকল্পগুলো বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় যুক্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে এসব প্রকল্প অনুমোদন ও বরাদ্দ দেওয়া হবে বলে জানা গেছে।

জানতে চাইলে পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন বলেন, করোনার কারণে প্রস্তাবিত এই প্রকল্পগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই-বাছাই করতে পারেনি। আমরাও তেমন আলাপ-আলোচনা করতে পারিনি। কিন্তু তারপরও এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী জুলাই মাসের শেষ নাগাদ এই তালিকায় থাকা প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে। তারপর অগ্রাধিকার তালিকা করে পর্যায়ক্রমে এসব প্রকল্প অনুমোদনের ব্যবস্থা করা হবে।

দক্ষিণ সিটির ১৩ প্রকল্প

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য অননুমোদিত নতুন ১৩টি প্রকল্প হলো—
  • আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সড়কে গর্ত মেরামত ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে যান-যন্ত্রপাতি সংগ্রহ, সম্ভাব্য ব্যয় ৪৮ কোটি ৩৪ লাখ টাকা;
  • দক্ষিণ সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার জন্য যান-যন্ত্রপাতি সংগ্রহ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৬১৯ কোটি ৩৬ লাখ টাকা;
  • নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সমন্বিত সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন, ব্যয় ২ হাজার ৭০০ কোটি টাকা;
  • মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন প্রকল্প, ব্যয় ৭১৭ কোটি ৮৭ লাখ টাকা;
  • দক্ষিণ সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, ব্যয় ৪৯ কোটি ৭০ লাখ টাকা;
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরাজীর্ণ ও পুরনো কমিউনিটি সেন্টার নতুনভাবে নির্মাণ (দ্বিতীয় পর্যায়), ব্যয় ৫৩০ কোটি ১৩ লাখ টাকা;
  • সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প, ব্যয় ২৯৫ কোটি টাকা;
  • দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা, ফুটপাত, রোড মিডিয়ান ও অন্যান্য ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন; ব্যয় এক হাজার কোটি টাকা;
  • মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, ব্যয় ২৬ কোটি ৫৮ লাখ টাকা;
  • কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধার ও উন্নয়ন, ব্যয় ৫ হাজার কোটি টাকা;
  • দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন প্রকল্প; ব্যয় ৩৩৩ কোটি ৩৯ লাখ টাকা;
  • বিনোদন সেবার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের শাহবাগ কেন্দ্রীয় শিশু পার্ককে আধুনিকায়ন, ব্যয় ৭৩৯ কোটি টাকা; এবং
  • মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর রোড থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ককে আধুনিক সড়কে রূপান্তর, ব্যয় ৭১৩ কোটি টাকা।

উত্তর সিটির ১০ প্রকল্প

  • ঢাকা উত্তর সিটির বরাদ্দহীন অননুমোদিত যে ১০টি প্রকল্প, সেগুলো হলো—
  • ঢাকা শহর উন্নয়ন প্রকল্প, ব্যয় ১ হাজার ৮৯২ কোটি টাকা;
  • মিরপুর দারুসসালাম সড়ক (আনছার ক্যাম্প) থেকে কচুক্ষেত হয়ে কাকলী এবং ভাষানটেক বাজার-মাটিকাটা পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, ব্যয় ৫ হাজার ৮১৩ কোটি টাকা;
  • উত্তর সিটি করপোরেশন এলাকায় আন্ডারপাস নির্মাণ, ব্যয় ৪৩৯ কোটি টাকা;
  • ডিএনসিসি’র সম্প্রসারিত এলাকায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, ব্যয় ১ হাজার ৯৬৪ কোটি টাকা;
  • ঢাকা পাবলিক ট্রান্সপোর্ট উন্নয়ন, ব্যয় ৩ হাজার ৫২ কোটি টাকা;
  • আমিন বাজার ল্যান্ড ফিল্ড সম্প্রসারণ ও আধুনিকায়ন, ব্যয় ৭ হাজার ৭ কোটি টাকা;
  • উত্তর সিটি করপোরেশনের অধীন ২৬ ও ৩৩ নম্বর ওয়ার্ডে বহুতল আধুনিক কমিউনিটি সেন্টার স্থাপন, ব্যয় ৪৯ কোটি ৫২ লাখ টাকা;
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা প্রকল্প, ব্যয় ৩৭১ কোটি ৭৯ লাখ টাকা;
  • ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-২ ও অঞ্চল-৪-এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামোসহ অঞ্চল-২ ও অঞ্চল-৫-এর সার্ভিস প্যাকেজ উন্নয়ন, ব্যয় ১ হাজার ৫ কোটি টাকা; এবং
  • জল নিসর্গ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় মৌজার জলাধার সংরক্ষণে জলজ ও স্থলজ জীববৈচিত্র্য সমন্বিত উন্নয়ন প্রকল্প; ব্যয় ২ হাজার ৮৪২ কোটি টাকা।