• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কাতার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

 

বাংলাদেশ থেকে চিকিৎসক ও প্রকৌশলীর মতো দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি তার দেশের এ আগ্রহের কথা জানান।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি বলেন, তার দেশ বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীর মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি নিতে করতে আগ্রহী।

বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সম্ভবনার কথা তুলে ধরে তিনি বলেন, সহযোগিতার বহু ক্ষেত্র এখনো অজানা রয়ে গেছে। আমাদের এসব ক্ষেত্রগুলো খুঁজে বের করতে হবে।

শিক্ষাখাতে দুইদেশের সহযোগিতা প্রত্যাশা করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বলেন, কাতার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা অব্যহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রশংসা করে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনার উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আমরা অনুসরণ করছি।

আঞ্চলিক ও মুসলিম বিশ্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভুমিকা প্রত্যাশা করেন সোলতান বিন সাদ আল-মুরাইখি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এক্ষেত্রে আপনি (শেখ হাসিনা) মুসলিম বিশ্বে দৃষ্টান্ত।

এ সময় সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাতার বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

সোলতান বিন সাদ আল-মুরাইখি’র মাধ্যমে কাতারের আমিরকে মুজিববর্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কাতারের আমিরকে বাংলাদেশে অভ্যর্থনা জানাতে পারলে আমরা খুশি হবো।

শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, সবাই একসঙ্গে উন্নয়নের জন্য ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারি।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা আর কতদিন রাখবো। এটা আমাদের অর্থনীতির ওপর বোঝা।

‘মিয়ানমার এখনো রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো উদ্যোগ নেয়নি,’ যোগ করেন তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি।