• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

নতুন বছরে নতুন বইয়ের স্বাদ একমাত্র শেখ হাসিনাই দিতে পেরেছেন- শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

লালমোহন প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। প্রতি বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বইয়ের গন্ধে এসব কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। বুধবার বেলা ১১টায় লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের কোন সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি। নতুন বছরে নতুন বইয়ের স্বাদ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দিতে পেরেছেন। 

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমাদের সময়ে বড় ভাইদের কাছ থেকে পুরানো বই সংগ্রহ করে আমরা পড়া-লেখা করেছি। এখন ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বই কিনতে হয় না। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সরকার বই তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও বিচক্ষণতার কারণে সম্ভব হয়েছে। 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাখাতে আরো পরিবর্তন হবে। শিক্ষার্থীরা পাবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সুবিধা। এবছর লালমোহন উপজেলায় প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি'র সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়া, এডভোকেট তোফাজ্জল হোসেন, কৃষকলীগ সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।