• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন

নিজের ব্যাংক অ্যাকাউন্টে আসা ৬ লাখ টাকা ফেরত দিলেন ইমাম

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

একটি মসজিদে ইমামতি করেন তিনি। আর মসজিদ থেকে যে বেতন পান তা দিয়েই চলে সংসার। তবে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যে অ্যাকাউন্টেই জমা হয় প্রায় ছয় লাখ টাকা। কিন্তু টাকাগুলো নিজের না হওয়ায় ব্যাংককেই ফেরত দিলেন তিনি। নেত্রকোনার খালিয়াজুরী শাখা কৃষি ব্যাংকে টাকাগুলো ফেরত দেয়া হয়।

এত টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসাইন আহমেদ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদে ইমামতি করেন। তার বাড়ি একই জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

নেত্রকোনার খালিয়াজুরী শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে সঞ্চয়ী হিসাব রয়েছে। এ হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা তোলা হয়েছিল। রোববার ব্যাংকে টাকা তুলতে এসে অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে চান হোসাইন আহমেদ।

এ সময় কর্মকর্তা হিসাব দেখে জানান, অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। অ্যাকাউন্টে ১০ হাজার টাকা থাকার কথা বলে জানান তা হোসাইন আহমেদ। এত টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভালো করে চেক করে দেখেন অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে। এ অবস্থায় হোসাইন আহমেদ নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকার বেশি নিতে অস্বীকার করেন। পরে অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা তুলে ব্যাংকে ফেরত দেন তিনি।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তাপস মঞ্জুসা বলেন, ব্যাংকে ডিজিটাল অ্যাকাউন্ট করার সময় বা সংখ্যায় ভুল করে এ অ্যাকাউন্টে চলে এসেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংক নিয়মানুযায়ী ওই টাকা অতিরিক্ত হিসাবে রাখা হয়েছে।

হোসাইন আহমেদ বলেন, আমার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা আছে, বাকি টাকা আমার না। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা ব্যাংকে ফেরত দিয়েছি। টাকার সঠিক মালিক খুঁজে তার অ্যাকাউন্টে হস্তান্তর করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি। যেহেতু টাকা আমার না তাই এ টাকার প্রতি আমার হক নেই। এ কারণেই  সুযোগ হলেও টাকাগুলো নেইনি।