• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজের ব্যাংক অ্যাকাউন্টে আসা ৬ লাখ টাকা ফেরত দিলেন ইমাম

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

একটি মসজিদে ইমামতি করেন তিনি। আর মসজিদ থেকে যে বেতন পান তা দিয়েই চলে সংসার। তবে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যে অ্যাকাউন্টেই জমা হয় প্রায় ছয় লাখ টাকা। কিন্তু টাকাগুলো নিজের না হওয়ায় ব্যাংককেই ফেরত দিলেন তিনি। নেত্রকোনার খালিয়াজুরী শাখা কৃষি ব্যাংকে টাকাগুলো ফেরত দেয়া হয়।

এত টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসাইন আহমেদ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজার জামে মসজিদে ইমামতি করেন। তার বাড়ি একই জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

নেত্রকোনার খালিয়াজুরী শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে সঞ্চয়ী হিসাব রয়েছে। এ হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা তোলা হয়েছিল। রোববার ব্যাংকে টাকা তুলতে এসে অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে চান হোসাইন আহমেদ।

এ সময় কর্মকর্তা হিসাব দেখে জানান, অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। অ্যাকাউন্টে ১০ হাজার টাকা থাকার কথা বলে জানান তা হোসাইন আহমেদ। এত টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভালো করে চেক করে দেখেন অ্যাকাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে। এ অবস্থায় হোসাইন আহমেদ নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকার বেশি নিতে অস্বীকার করেন। পরে অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা তুলে ব্যাংকে ফেরত দেন তিনি।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপক তাপস মঞ্জুসা বলেন, ব্যাংকে ডিজিটাল অ্যাকাউন্ট করার সময় বা সংখ্যায় ভুল করে এ অ্যাকাউন্টে চলে এসেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংক নিয়মানুযায়ী ওই টাকা অতিরিক্ত হিসাবে রাখা হয়েছে।

হোসাইন আহমেদ বলেন, আমার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা আছে, বাকি টাকা আমার না। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা ব্যাংকে ফেরত দিয়েছি। টাকার সঠিক মালিক খুঁজে তার অ্যাকাউন্টে হস্তান্তর করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বলেছি। যেহেতু টাকা আমার না তাই এ টাকার প্রতি আমার হক নেই। এ কারণেই  সুযোগ হলেও টাকাগুলো নেইনি।