• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

নিলামে উঠছে সাকিবের ঐতিহাসিক ব্যাট

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপ দুর্দান্ত কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার এক ব্যাটের ঝড়ে ৮৬.৫৭ গড়ে এসেছে ৬০৬ রান। যাতে ছিল দুরন্ত দুটি শতক এবং পাঁচটি অর্ধশতক। দুর্বার এই পারফরম্যান্স উপহার দিয়ে ওয়ানডে ক্রিকেটের মহাযজ্ঞের টপ স্কোরারদের তালিকায় ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পরেই তৃতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা।

ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে নৈপুণ্য ছড়িয়েছেন সাকিব একটি ব্যাট দিয়ে। এই এসজি ব্যাট দিয়ে বিশ্বকাপের আগেও যেমনি বোলারদের কচুকাটা করেছেন। তেমননি বিশ্বকাপের পরেও প্রতিপক্ষের বোলারদের মনে আতঙ্ক ছড়িয়েছেন। এই ব্যাট থেকে এসেছে প্রায় দেড় হাজারেরও বেশি রান। নিজের সেই প্রিয় ব্যাটটি এবার নিলামে তুলতে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের এই উজ্জ্বলতম নক্ষত্র।

নিজের অফিসিয়্যাল ফেসবুক পেজে মঙ্গলবার (২১ এপ্রিল) লাইভ অনুষ্ঠানে ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন সাকিব। বুধবার (২২ এপ্রিল) রাত দশটা থেকে শুরু হচ্ছে তার ব্যাটের নিলাম কার্যক্রম। এ থেকে অর্জিত পুরো অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা সঙ্কটে মানব সেবায় কাজে লাগানো হবে।

দ্বিতীয় দফা লাইভে এসে সাকিব বলেন, ‘প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ব্যাটের সঙ্গে। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।’

ক্রিকেট সুপারস্টার সাকিব সঙ্গে যোগ করেন, ‘২০১৯ বিশ্বকাপে একটি ব্যাটই ব্যবহার করেছি। বারবার টেপ লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বিশ্বকাপ গেছে। ব্যাটে বলে দুটোতেই। তবে ব্যাটিংয়ে অসাধারণ পারফম্যান্স ছিল। এই ব্যাটটা আমি নিলামে তুলছি। আগের লাইভেও বলেছি। এটা নিলামে দেওয়া হয়েছে। যেটা আজ(বুধবার, ২২ এপ্রিল) রাত ১০টায় অকশন ফর অ্যাকশন এই পেজ থেকে নিলাম হবে।’

এর আগে মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল তাদের ইতিহাস গড়া ব্যাট নিলামে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন।