• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পিপলস লিজিংয়ের পরিচালকদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

 


বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসে (পিএলএফএস) ২০০৪ সালের পর থেকে দায়িত্ব পালনকারী সকল পরিচালকের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বৃহষ্পতিবারের মধ্যে তাদের নাম, ঠিকানাসহ তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পিপলস লিজিংয়ের অবসায়ক হিসেবে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান খানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

 
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। লিকুইডেটর মো. আসাদুজ্জামান খানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম।
  
পিপলস লিজিং-এর ২০১৩-২০১৪ সালের আর্থিক বিবরনী তদন্ত করে বাংলাদেশ ব্যাংক। এসময় তদন্তে উঠে আসে যে, ভুয়া নথি তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালকরা এক হাজার কোটি টাকা আত্মসাতের চেষ্টা করেছেন। একারণে ২০১৫ সালে ৯ পরিচালককে অপসারণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতবছর ২১ মে পিপলস লিজিংয়ের অবসায়ন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। গতবছর ২৬ জুন অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন দেয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের আবেদনে হাইকোর্ট গতবছর ১৪ জুলাই এক আদেশে পিপলস লিজিংয়ের ৯ পরিচালক ও প্রতিষ্ঠানটির ২ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ রাখতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানটিতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান খানকে লিকুইডেটর নিয়োগ দিতে নির্দেশ দেন। পরবর্তীতে আপিল বিভাগ এ আদেশ বহাল রাখেন। এ আদেশের পর মো. আসাদুজ্জামান খানকে লিকুইডেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৯৯৭ সালের ২৪ নভেম্বর পিপলস লিজিং আর্থিক প্রতিষ্ঠান হিসাবে অনুমোদন পায়। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এ প্রতিষ্ঠানটিতে দুই হাজার কোটি টাকার আমানত রয়েছে। এর মধ্যে ব্যক্তি গ্রাহকের ৭শ কোটি টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের ১ হাজার ৩শ কোটি টাকা। পিপলস লিজিং ১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যার মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি। খেলাপি ঋণের মধ্যে ৫৭০ কোটি টাকা প্রতিষ্ঠানটির পরিচালকরা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।