• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ফের বেপরোয়া রিজভী

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১  

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বেশকিছু কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত অবস্থায় পড়েছেন খালেদা জিয়াসহ দলটির সিনিয়র নেতারা। যেকোনো ইস্যুতে হুট করে সংবাদ সম্মেলন আর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করায় বিব্রত দলটির শীর্ষস্থানীয় নেতারাও।

তাদের দাবি, এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা রাজনীতির প্রতি দিন দিন নিরুৎসাহিত হচ্ছেন। সিনিয়র নেতারা ঘরমুখো হয়ে পড়ছেন। মিছিলে ১০ থেকে ১২ জন অংশ নিলে এর চেয়ে লজ্জার কি আছে? তার (রিজভীর) এসব কর্মসূচি প্রমাণ করে বিএনপির বর্তমান জনপ্রিয়তা। এতেই বুঝা যায় বর্তমানে নালিশ পার্টিতে পরিণত হয়েছে দলটি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সময়ের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, রুহুল কবির রিজভী মর্নিং ওয়ার্কের নামে যেসব কর্মসূচি পালন করছেন, তা একদমই ঠিক নয়। এগুলো রীতিমতো তামাশা ছাড়া আর কিছুই নয়।

রিজভীকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, তিনি যে এলাকায় মিছিল করেন সেখানে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল নেতারা তার কর্মসূচি সম্পর্কে কিছুই জানেন না। বিষয়টি কেমন হলো? তাহলে তো ওই এলাকার নেতাদের বিশ্বাস করেন না রিজভী। আর তার সঙ্গে মিছিলে যে কয়েকজন লোক থাকে, তারাই বা কারা?

দলীয় সূত্র থেকে জানা গেছে, রিজভী সম্পর্কে দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার কাছে এসব বিষয়ে নালিশ করলে এবং তিনি নিজেও এতদিন বিষয়টি পর্যবেক্ষণ করে রিজভীকে ফোন করে এ ধরনের কর্মসূচি পালন না করতে নির্দেশনা দেন। তার পরিবর্তে দফতরের দায়িত্ব দেন সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে। কিন্তু তারেক রহমানকে ভুলভাল বুঝিয়ে আবারো দলের দায়িত্ব বাগিয়ে নেন রিজভী। ফলে তিনি এখন খালেদা জিয়ার কোনো কথাই তোয়াক্কা করছেন না।