• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

বন্যা দুর্গতদেরও পাশে নেই বিএনপি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

দেশে চলমান করোনা সংকটে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রেখে হোম আইসোলেশনে রয়েছে বিএনপি। করোনা সংকটের মধ্যে সৃষ্ট বন্যা পরিস্থিতিতেও উদাসীনতা দেখাচ্ছে দলটি।

মহামারি ও বন্যায় বিএনপি মানুষের পাশে না থাকায় হতাশ নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের এমন নীরবতায় জনগণের সামনে মুখ দেখাতে বিব্রতবোধ করছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। 

তাদের ভাষ্য, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিকে পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে নিজেদের আখের গুছিয়েছেন বিএনপি নেতারা। তারা জনগণের পাশে না দাঁড়িয়ে যে যার ঘরে অবস্থান করছেন। দলীয় কর্মীদের সহযোগিতা না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা। বন্যা পরিস্থিতিতেও একই অবস্থা দল ও সিনিয়র নেতাদের।

তারা আরো বলেন, সরকারি দল তাদের কর্মীদের সহযোগিতার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু করোনার মতো বন্যা পরিস্থিতিতেও কোনো কর্মপরিকল্পনা হাতে নেয়নি বিএনপি।

জানা গেছে, উজানের ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে এরইমধ্যে জামালপুর, টাঙ্গাইল, বগুড়াসহ বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ। সব মানুষের সহযোগিতার জন্য সরকার ও আওয়ামী লীগের লোকেরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনো কোনো পরিকল্পনাই হাতে নেয়নি বিএনপি। ফলে বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের সংকটে তাদের পাশে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দলটি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, করোনা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো দায়িত্ব হলেও সেটা করছেন না বিএনপি। করোনার পাশাপাশি বন্যা পরিস্থিতিতেও চরম উদাসীনতা দেখাচ্ছেন দলটির নেতারা।

তারা বলেন, দেশের এই পরিস্থিতিতে কার আদেশে দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে, কেন করা হয়েছে তা বোধগম্য নয়। করোনার শুরুতে স্বল্প পরিসরে ত্রাণ ও অন্যান্য সহায়তা দেয়ার কথা শোনা গেলেও বন্যা দুর্গতদের বিষয়ে কোনো তৎপরতা নেই বিএনপির। যার ফলে জনসম্পৃক্ততার পরিবর্তে দিন দিন জনগণ থেকে দূরে সরে যাচ্ছে দলটি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র একজন নেতা বলেন, বিএনপিতে রাজনীতি বলতে এখন আর কিছু নেই। যেটা আছে সেটা লুটপাট আর দুর্নীতির রাজনীতি।

তিনি বলেন, এদের কর্মকান্ডে এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারি না। আবার রাজনীতি ছেড়েও দিতে পারছি না। ফলে উভয় সংকটের মধ্যে দিন অতিবাহিত করছি। 

তিনি আরো বলেন, বিএনপিতে এমন অনেক নেতা আছেন যারা এই সংকটকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছেন।