• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

বিএনপি থেকে বহিষ্কার হতে পারেন হাফিজ উদ্দিন আহমেদ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১  

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে ছাত্রদল নেতাকর্মীদের ভিডিও গেম খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে আবারো তোপের মুখে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। আর এ কারণে তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

ইউটিউব চ্যানেলে উক্ত আলাপচারিতায় হাফিজ উদ্দিন আহমেদ বলেছিলেন, বিএনপি সমন্বয়হীনতায় ভুগছে। দলীয়ভাবে বিপর্যস্ত। এভাবে দল চলে না। ছাত্রদল খুবই দুর্বল। তারা বাসায় ভিডিও গেইম খেলে দিন পার করছে। তাদের আর কোনো কাজ নেই। আন্দোলনের সংজ্ঞাও তাদের অজানা। ছাত্রদলের বুড়ো নেতাদের বের করে দিতে হবে।

এদিকে হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্য নিয়ে নাখোশ মনোভাব সৃষ্টি হয়েছে বিএনপির রাজনীতিতে।

এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কিছু কিছু নেতা লাইম লাইটে আসার জন্য উল্টা-পাল্টা স্ববিরোধী কথা বলছেন। বিএনপিতে এমন কয়েকজন নেতা না থাকলে কিছুই যায় আসে না।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির অপর এক স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি থেকে এমন দু-চারজন নেতা চলে গেলে দলে কোনো প্রভাব পড়বে না। কারণ বিএনপিতে অসংখ্য নেতা রয়েছে। এমন কথা বলার কারণে অনেকেই বলছেন, বিএনপি থেকে হাফিজ উদ্দিন আহমেদকে বের করে দেয়া হতে পারে।

উক্ত বিষয়কে অগ্রহণযোগ্য বিবেচনা করে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, সত্যি কথা বললেই বিএনপি হতে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র নেতাদের বের করে দেয়ার হুমকি দেয়া হয়। বিষয়টি দুঃখজনক। কেউ মত প্রকাশ করলেই এবং তা স্বার্থবিরোধী হলেই বিএনপির নেতারা মেনে নিতে পারেন না। বিএনপির এমন রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা এমন চলতে থাকলে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপির অস্তিত্ব নাও থাকতে পারে।