• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির এজেন্ট কেন্দ্রে না গেলে দায়ভার কার, প্রশ্ন হানিফের

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনে বিএনপির পোলিং এজেন্ট যদি না যায় তার দায়ভার কি আওয়ামী লীগের, না নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, তাদের পোলিং এজেন্ট যায় নাই, বিএনপিমনা ভোটাররাও যায় নাই, অনেকেই ভোট দিতে গেছেন। সেই দায়ভার কি আওয়ামী লীগের?

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ায় পিটিই সড়কে তার নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

তিনি বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। বিএনপির কোনো সন্ত্রাসী, নাশকতা মামলার আসামি ভোটের অজুহাতে যদি মাঠে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় সেক্ষেত্রে তো আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই।

মাহবুবুল আলম হানিফ জানান, ‘বিএনপি কি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তা তাদের নেতার কথা শুনলেই বোঝা যায়। প্রত্যেকটি নির্বাচনে তারা অংশ নিয়ে বলেন, যে তারা এই নির্বাচন কমিশনের স্বরুপ উন্মেচনের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত হাওয়ার আগেই যদি বলেন, নির্বাচন কমিশনের স্বরুপ উন্মেচন করতে চায় সরকার। স্বরুপটি কি? বিএনপির মধ্যে সব সময় নির্বাচন কমিশনকে বির্তকিত করার জন্য, নির্বাচন ব্যবস্থাপনাকে বিতর্কিত করার জন্য তাদের যে একটা পরিকল্পনা চাই। সে পরিকল্পনা মাফিক তারা নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনে ভোটের সময় তাদের কোনো এজেন্ট থাকে না, কোনো কর্মী থাকে না, ভোটও দিতে আসে না।

বিএনপি নির্বাচন ব্যবস্থাপনাকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের নির্বাচনী প্রহসন করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তারা সব দায়ভার চাপাচ্ছে সরকারের ওপর। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল, বিএনপি নেতারা তারা নির্বাচন পরিচালনা করেছে নির্বিঘ্নে। নির্বাচনের দিনে যদি তাদের কোনো পোলিং এজেন্ট না থাকে, সেই দায়ভার কি আওয়ামী লীগ দেবে, না নির্বাচন কমিশন নেবে।

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে জানিয়ে তিনি আরও বলেন, কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আওয়ামী লীগের দলীয় কাউন্সিলকে গ্রেফতার করা হয়েছে।  সেখানে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর তাতে তো তাকে ক্ষমা করা হয়নি। তাকেও ঢোকানো হয়েছে মামলায়। আইনশৃঙ্খরা রক্ষার জন্য যেখানে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার তা নিয়েছে।