• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনা কারণে রোগী ভর্তি না করলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের অজুহাতে অনেক বেসরকারি মেডিকেলে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। ডাক্তার উপস্থিতি কম। রোগীদের ভর্তি কার্যক্রম কমিয়ে দেয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। অনেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা না পেয়ে বিনা চিকিৎসায় মারাও যাচ্ছেন। যা খুবই অমানবিক।

শনিবার রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে তদারকি করে এমন তথ্য পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর স্কয়ার, ল্যাব এইড, সমরিতা, বিআরবি, গ্রীন লাইফ, কমফোর্ট, আনোয়ার খান মডার্নসহ বিভিন্ন হাসপাতালে এই তদারকি করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করছেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাসের এই সংকটময় সময়ে বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি শুরু করেছে ভোক্তা অধিদফতর। এখন থেকে কোনো কারণ ছাড়া সাধারণ রোগীদের ভর্তি না করলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আজকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের যথাযথভাবে সেবা প্রদান করা হচ্ছে কিনা এটি তদারকি করা হয়। সর্দি, জ্বর, কাশি এরকম রোগীদের ভর্তি করা হচ্ছে কি-না বা এসব রোগীদের যথাযথভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে কিনা, ডাক্তাররা নিয়মিতভাবে হাসপাতাল-ক্লিনিকে আসছেন কিনা, এসব বিষয়ে খোঁজখবর নেয়া হয়।

হাসপাতালগুলোর দেয়া তথ্যে দেখা যায়, আগের তুলনায় এখন ভর্তি কমেছে ৮০ শতাংশ। আর মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ডাক্তার হাসপাতালে আসছেন। এতে করে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিষয়টি খুবই দুঃখজনক।

তিনি বলেন, এ বিষয়ে প্রথম পর্যায় হাসপাতালগুলোকে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান ও ডাক্তারদের উপস্থিতি নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য বিভিন্ন পরামর্শের পাশাপাশি সতর্ক করেছি। যে সব ডাক্তার নিয়মিতভাবে হাসপাতাল-ক্লিনিকে আসছেন না তাদের তালিকা চাওয়া হয়েছে।

অধিদফতরের এ কর্মকর্তা বলেন, আজকে তদারকির করতে গিয়ে হাসপাতালগুলোতে যেসব সমস্যা দেখেছি তা সংশ্লিষ্ট সংস্থা, বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো। তারা যেন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।এরপর যদি হাসপাতালগুলো সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে অবহেলা করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।