• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

ভোলা-২ আসনে পছন্দের প্রার্থীদের শীর্ষে আলী আজম মুকুল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  


ভোলা প্রতিনিধি :
আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে তরুন প্রজম্মের ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন ভোলা-২ আসনের বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। বিভিন্ন মিডিয়া, বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ তথ্যমতে ও তরুনদের অভিমতে আলী আজম মুকুলকেই তারা আসন্ন একাদ্বশ সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য হিসাবে দেখতে চায়।
সরকারি আব্দুল জব্বার কলেজের অনার্স পড়–য়া ছাত্র মো: মামুনের কাছে পছন্দের প্রার্থী জানতে চাইলে এক বাক্যে আলী আজম মুকুলের নাম উচ্চারন করলে পছন্দের কারন জানতে চাইলে উত্তরে জানায়-আমাকে তার বিগত ৫ বছরের নেতৃত্বের অনেক গুনাবলী মুগ্ধ করেছে, যেমন তার ৫ বছরে একাধিক ক্রিকেট লীগ, ফুটবল লীগ সহ দেশীয় অনেক সংস্কৃতির খেলাধুলার আয়োজন করা হয়েছে যাতে দেশী বিদেশী অনেক বিখ্যাত খেলোয়াররা এই বোরহানউদ্দিনের মাঠে খেলে গেছেন। তার ফলে আমাদের মতো তরুন সম্প্রদায় খেলাধুলায় আগ্রহ তৈরি হয়েছে এবং মাদক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এছাড়া বোরহানউদ্দিন বাজারের একজন তরুন ব্যবসায়ী মো: রাসেলের কাছে পছন্দের প্রার্থীর নাম জানতে চাইলেই সে এক বাক্যে আলী আজম মুকুলের কথা বললে কারন জানতে চাইলে সে উত্তরে বলে-আমরা বোরহানউদ্দিন বাজারে স্বল্পদিন ব্যবসা করলেও কোন সরকার দলীয় লোকদের কাছ থেকে কখনও কোন রকম হয়রানি হইনি কিন্তু সহযোগিতা চাইলে পেয়েছি এর চেয়ে আর বড় পাওনা কি থাকতে পারে?
এভাবে ভোলা-২ আসনের স্থানীয় বাসিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ফিরোজ আলম তার কাছে পছন্দের প্রার্থীর কথা জানতে চাইলে উত্তরে বলেন আমরা চাকরী অবসরে দুরে কোথাও স্ত্রী সন্তানকে নিয়ে বেড়াতে যাবো অনেক সময় অর্থ ও সময়ের মিল না হওয়াতে পরিবারে একগেয়েমিতা থাকতে হয় কিন্তু আমাদের এম.পি. আলী আজম মুকুল বোরহানউদ্দিন সীমান্তবর্তী তেতুঁলিয় ও মেঘনা নদীর তীরে দুইটি রিভার ইকো পার্ক গড়ে সে সমস্যা একটা সাময়িক সমাধান করে দিয়েছেন।  তাছাড়া আমাদের যে কোন সমস্যায় রাত দুপুরে তার কাছে ফোনে কিংবা তার বাসায় গেলে যত রাতই হোক আমাদের কথা মন দিয়ে শুনতেন এবং সমস্যার দ্রুত সমাধান করে দেন তাই আগামী নির্বাচনে আলী আজম মুকুলকেই আ’লীগের নৌকার প্রার্থী হিসাবে দেখতে চাই।
এছাড়া মেঘনা তীরের বাসিন্দা ফোরকান হাওলাদারের কাছে পছন্দের প্রার্থী জানতে চাইলে মুখে হাসি দিয়ে আলী আজমের নাম এবং কারন হিসাবে বলেন মেঘনার ভাঙ্গনে আমরা এক সময় নিজেদের ভিটে মাটির আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু এ তরুন সংসদ সদস্য আলী আজম মুকুলের প্রচেষ্টায় ব্লক নির্মানে নতুন আশা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছি তাই দোয়া করি তিনি হাজার বছর বেঁচে থাকুন এবং আমাদের নেতা হিসাবে বার বার দেখতে চাই। এভাবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে জনপ্রিয় ও আসন্ন একাদ্বশ সংসদ নির্বাচনে আলী আজম মুকুল কে আ’লীগের ব্যানারে প্রার্থী ও সংসদ নির্বাচনে জয়ী দেখতে চায় ভোলা-২ আসনের ভোটাররা। 
ছবি: ভোলা-২ এর তরুন প্রজম্মের পছন্দের প্রার্থী এম.পি. আলী আজম মুকুল।